
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ এএম
ফ্যাক্টচেক: ওয়াকফ বিল পাশের পর কি কান্নায় ভেঙে পড়েছিলেন ওয়াইসি?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০২:১৩ পিএম

আরও পড়ুন
সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে যে, অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি সংসদে ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে কান্নায় ভেঙে পড়েন। ভিডিওটি ভাইরাল হওয়ার প্রেক্ষাপটে দাবি করা হয় যে, ২০২৫ সালের এপ্রিল ৩ তারিখ বৃহস্পতিবার ভোরে বিলটি লোকসভায় পাস হওয়ার সময় ওয়াইসি আবেগাপ্লুত হয়ে পড়েন।
তবে যাচাই করে দেখা গেছে এই দাবি ভুয়া এবং ভিডিওটি পুরনো। ভিডিওটিতে দেখা যায়, ওয়াইসি নীল পোশাক পরেছেন। অথচ ২০২৫ সালের এপ্রিল ৩ তারিখ, যেদিন ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়, সেদিন সংসদ অধিবেশনে ওয়াইসি ছিলেন সাদা পোশাকে।
ভিডিওটিতে ‘এআইএমআইএম আরআর ডিস্ট্রিক্ট’ নামক একটি জলছাপ দেখা যায়। এই সূত্র ধরে ইন্সটাগ্রামে @এআইএমআইএম_আরআর_ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট ঘেঁটে দেখা গেছে, ভিডিওটি ২০২৪ সালের ৭ আগস্ট পোস্ট করা হয়েছিল।
ইউটিউবে ওডিশালাইভ নামক একটি চ্যানেলে সংসদের ওই দিনের পূর্ণ লাইভ স্ট্রিম পাওয়া গেছে। যেখানে ৪ ঘণ্টা ৪৬ মিনিট ৫৫ সেকেন্ড সময়কালের অংশে ওয়াইসিকে চোখ মুছতে দেখা যায়, তবে তিনি এমনকি কাঁদছিলেনও না।
অতএব, প্রমাণিত হয়েছে যে ভিডিওটি একটি পুরনো ঘটনার এবং সেটিকে বিভ্রান্তিকরভাবে সংসদে ওয়াইসির কান্নার ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তার আবেগপ্রবণ হওয়ার কোনও প্রমাণ মেলেনি।