
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৪৭ এএম
মাস্কের ‘দায়িত্ব ছাড়ার’ গুঞ্জন উড়িয়ে যা বলল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম

আরও পড়ুন
মার্কিন ধনকুবের ইলন মাস্ককে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘দায়িত্ব’ ছেড়ে দেওয়ার খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। সেই সঙ্গে ওই খবরকে ‘পুরোপুরি বাজে কথা’ বলে অভিহিত করেছে মার্কিন প্রশাসন।
স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।
তিনি লেখেন, ‘তথাকথিত এই ‘এক্সক্লুসিভ খবর’ আসলে সম্পূর্ণ বাজে কথা’।
লেভিট উল্লেখ করেন, মাস্ক ও ট্রাম্প দুজনেই প্রকাশ্যে নিশ্চিত করেছেন যে, মাস্ক ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (DOGE)-তে তার ‘অবিশ্বাস্য কাজ’ শেষ না করা পর্যন্ত সরকারের বিশেষ সরকারি কর্মী হিসেবে থাকবেন।
কী বলেছিল পলিটিকো?
এর আগে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম পলিটিকো-র প্রতিবেদনে বলা হয়, তিনজন ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের বলেছেন, ইলন মাস্ক শিগগিরই তার সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
তবে সংবাদমাধ্যমটি এও উল্লেখ করেছে যে, ট্রাম্প এখন পর্যন্ত মাস্কের কাজ নিয়ে সন্তুষ্ট এবং তার নেতৃত্বে DOGE (Department of Government Efficiency) ব্যাপকভাবে ফেডারেল কর্মীসংখ্যা কমানোর কাজ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও মাস্ক সম্প্রতি এক আলোচনায় সিদ্ধান্ত নিয়েছেন যে, মাস্ক তার ব্যবসায়িক কার্যক্রমে ফিরে যাবেন এবং সরকারে একটি পরোক্ষ বা পরামর্শক ভূমিকা নেবেন।
মাস্ক কী তাহলে পুরোপুরি সরে যাচ্ছেন?
একজন কর্মকর্তা পলিটিকো-কে বলেছেন, মাস্ক সম্ভবত একজন অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে থাকবেন এবং মাঝেমধ্যে হোয়াইট হাউসেও তাকে দেখা যাবে।
আরেকজন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ‘যারা মনে করছেন মাস্ক ট্রাম্পের কাছ থেকে পুরোপুরি দূরে চলে যাবেন, তারা নিজেদেরই বোকা বানাচ্ছেন’।
ট্রাম্প কী বললেন?
এর আগে, স্থানীয় সময় সোমবার রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘একটা সময় ইলন (মাস্ক) তার কোম্পানিতে ফিরে যেতে চাইবেন’।
তবে এখনই মাস্কের সরকারি দায়িত্ব ছাড়ার সম্ভাবনা নেই বলেই নিশ্চিত করেছে হোয়াইট হাউস। সূত্র: আনাদোলু