
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৪৭ এএম
‘মার্কিন শুল্ক নিয়ে মোদি সরকার কী করতে চলেছে, প্রশ্ন রাহুল গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম

আরও পড়ুন
ভারতীয় রপ্তানির পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত ‘ভারতের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক’ হতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা চীনের কাছে ৪,০০০ বর্গকিলোমিটার জমি হারিয়েছেন। অন্যদিকে আমাদের মিত্র দেশ (যুক্তরাষ্ট্র) হঠাৎ আমাদের ওপর ২৬ শতাংশ শুল্ক বসাচ্ছে। যা আমাদের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আমাদের গাড়ি শিল্প, আমাদের ফার্মাসিউটিক্যাল শিল্প—সবই এখন হুমকির মুখে’।
ট্রাম্প প্রশাসনের আরোপিত এই শুল্ক মোকাবিলায় সরকারের পরিকল্পনা কী? জানতে চান রাহুল গান্ধী।
বৃহস্পতিবা লোকসভা অধিবেশনে কথা বলার সময় বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি এমন প্রশ্ন তোলেন।
রাহুল গান্ধী তার দাদি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলে বলেন, ‘কেউ একবার ইন্দিরা গান্ধীকে জিজ্ঞাসা করেছিলেন, পররাষ্ট্রনীতিতে আপনি বামের দিকে ঝোঁকেন, নাকি ডানের দিকে? তিনি বলেছিলেন, ‘আমি বামে বা ডানে ঝুঁকি না। আমি সোজা দাঁড়াই। আমি ভারতীয় এবং আমি সোজা দাঁড়াই’।
তিনি ক্ষমতাসীন বিজেপি ও আরএসএস-এর নীতির সমালোচনা করে বলেন, ‘যখন তাদের জিজ্ঞাসা করা হয়, তারা বামে না ডানে ঝোঁকে, তারা বলে, ‘না না, আমরা প্রতিটি বিদেশির সামনে মাথা নত করি’।
রাহুল গান্ধী এ সময় কেন্দ্র সরকারের কাছে জানতে চান, ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক মোকাবিলায় সরকারের পরিকল্পনা কী?
কংগ্রেস নেতা অভিযোগ করে বলেন, চীন ৪,০০০ বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড দখল করেছে এবং মোদি সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
তিনি ২০২০ সালের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি কিছুদিন আগে দেখলাম, আমাদের পররাষ্ট্র সচিব চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কেক কাটছেন। প্রশ্ন হলো, আমাদের ভূখণ্ডের কী হচ্ছে? ২০ জন জওয়ান প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের স্মরণ আমরা কেক কেটে করব?’।
বিজেপির পাল্টা জবাব
রাহুল গান্ধীর এ অভিযোগের জবাবে বিজেপি এমপি অনুরাগ ঠাকুর পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘চীনের কাছে আকসাই চিন কোন সরকার হারিয়েছিল‘?
তিনি বলেন, ‘১৯৬২ সালে জওহরলাল নেহরুর আমলে আকসাই চিনে চীনের অনুপ্রবেশের কারণে যুদ্ধ হয়েছিল। ভারত সে যুদ্ধ হেরেছিল। তখন আমরা ‘হিন্দি-চিনা ভাই ভাই’ বলে স্লোগান দিচ্ছিলাম। আর তারা আমাদের পেছন থেকে ছুরি মেরেছিল’।
মার্কিন শুল্ক ও ভারতের প্রতিক্রিয়া
এর আগে হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে নতুন শুল্কব্যবস্থা ঘোষণাকালে ট্রাম্প উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি ‘আমার ঘনিষ্ঠ বন্ধু’। তবে তিনি ‘আমাদের প্রতি সুবিচার করছেন না’। কারণ, ভারতের শুল্ক ব্যবস্থা ‘খুবই কঠোর’।
তিনি বলেন, ‘ভারত আমাদের পণ্যে ৫২ শতাংশ শুল্ক নেয়, তাই আমরাও এখন তাদের পণ্যে ২৬ শতাংশ শুল্ক আরোপ করব’।
এর জবাবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই নতুন শুল্কের প্রভাব বিশ্লেষণ করছে।সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ‘মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে’।
এছাড়া ‘যদি কোনো দেশ যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতে পারে, তাহলে শুল্ক হার কমানো হতে পারে’ বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: এনডিটিভি