
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৩৭ এএম
ইইউ-চীন-ভারতের ওপর কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০০টি দেশের ওপর শুল্কারোপ করেছেন। এই শুল্কারোপ বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দেবে।
ইউরোপ, চীন ও এশিয়ার দেশগুলোর ওপর ট্রাম্পের এই শুল্ক আরোপ ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
বুধবার স্থানীয় সময় বিকাল চারটায় হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প।
কোন দেশের ওপর কত হারে পারস্পরিক শুল্ক আরোপ হবে, সংবাদ সম্মেলনে তার একটি তালিকাও তুলে ধরেন তিনি।
এই শুল্কারোপের বিষয়ে ট্রাম্পের যুক্তি হচ্ছে- নতুন এই 'রিসিপ্রোকাল ট্যারিফ' বা পাল্টা শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে 'আবার সম্পদশালী' করবে।
ধারণা করা হচ্ছে- নির্বাহী আদেশের মাধ্যমে প্রায় ১০০টি দেশের ওপর আরোপ করা এই শুল্ক বিশ্বব্যাপী অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হবে অন্য দেশগুলোর বাণিজ্য।
অনেক দেশ ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে 'বাণিজ্য যুদ্ধ' হিসেবে আখ্যায়িত করছে। বিশ্ব নেতারা এই শুল্ক প্রত্যাখ্যান করেছেন।
১০ শতাংশ বেসলাইন শুল্ক
প্রেসিডেন্ট ট্রাম্প কিছু দেশের ওপর ‘বেসলাইন শুল্ক’ আরোপ করেন। এই হার ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে এবং ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তুরস্ক, কলম্বিয়া, আর্জেন্টিনা, এল সালভাদর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।
‘সবচেয়ে খারাপ দুষ্কৃতকারীদের’ জন্য কাস্টম শুল্ক
হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, ‘সবচেয়ে খারাপ দুষ্কৃতকারী’ ৬০ দেশের ওপর সুনির্দিষ্ট পারস্পরিক শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হবে।
কর্মকর্তারা আরও বলেন, এই দেশগুলো মার্কিন পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে, মার্কিন বাণিজ্যে ‘শুল্ক-বহির্ভূত’ বাধা আরোপ করে অথবা আমেরিকান অর্থনৈতিক লক্ষ্যগুলোকে দুর্বল করতে কাজ করে। এই বিভাগের আওয়তায় থাকা প্রধান বাণিজ্যিক অংশীদার দেশের মধ্যে রয়েছে—ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ, চীনের ওপর ৫৪ শতাংশ, ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ, থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ, জাপানের ওপর ২৪ শতাংশ, কম্বোডিয়ার ওপর ৪৯ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ ও তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ।
কানাডা ও মেক্সিকোর প্রতি সহানুভূতি
গতকাল বুধবার ট্রাম্প তার ঘোষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকোর নাম উল্লেখ করেননি। যদিও মেক্সিকোর সঙ্গে সীমান্ত বিরোধ রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, তাদের ক্ষেত্রে পূর্ববর্তী নির্বাহী আদেশ বজায় থাকবে, যাতে ফেন্টানাইল এবং সীমান্ত সংকট সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে দুটি দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।
গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ
এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প বিদেশে তৈরি সব অটোমোবাইলের বা গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এই শুল্ক ৩ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হবে
এশিয়ার দেশগুলোর ওপর ট্রাম্পের ধার্য করা শুল্ক-
চীন- ৩৪ শতাংশ
ভিয়েতনাম - ৪৬ শতাংশ
তাইওয়ান - ৩২ শতাংশ
ইন্দোনেশিয়া - ৩২ শতাংশ
জাপান - ২৪ শতাংশ
দক্ষিণ কোরিয়া - ২৫ শতাংশ
থাইল্যান্ড - ৩৬ শতাংশ
মালয়েশিয়া - ২৪ শতাংশ
কম্বোডিয়া - ৪৯ শতাংশ
বাংলাদেশ - ৩৭ শতাংশ
ভারত- ২৬ শতাংশ
পাকিস্তান - ২৯ শতাংশ
সিঙ্গাপুর - ১০ শতাংশ
নেপাল - ১০ শতাংশ
ফিলিপাইন - ১৭ শতাংশ
শ্রীলঙ্কা - ৪৪ শতাংশ
মিয়ানমার - ৪৪ শতাংশ
লাওস - ৪৮ শতাংশ