
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ১১:০২ পিএম
স্পেনে কয়লা খনি দুর্ঘটনায় হতাহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম

স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াস অঞ্চলের সেরেদো কয়লা খনিতে সোমবার এক দুর্ঘটনায় পাঁচ খনি শ্রমিক নিহত এবং চারজন আহত হয়েছেন। অন্যদিকে দুজন শ্রমিক কোনোরকম আঘাত ছাড়াই বেঁচে গেছেন।
দেশটির আঞ্চলিক জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্প্যানিশ জরুরি সেবা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় খনির ভেতরে একটি যন্ত্র বিকল হয়ে যায়, যার ফলে ওই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার এবং দুটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
আস্তুরিয়াস অঞ্চলের নেতা আদ্রিয়ান বারবোন এ ঘটনায় দুদিনের শোক ঘোষণা করেছেন।
অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।