
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৫:০৩ পিএম
#WATCH | Jaipur, Rajasthan | Under the banner of Hindu Muslim Unity Committee, Hindus showered flowers on the Muslims who came to Eidgah, located at Delhi Road, to celebrate Eid al-Fitr. pic.twitter.com/JsIigQ5yrK
— ANI (@ANI) March 31, 2025
ভারতের জয়পুরে ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাহে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর ফুল ছিটিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
সোমবার দিল্লি রোডের ঈদগাহ ময়দানে হাজারো মানুষ ঈদের নামাজ আদায় করতে জড়ো হন। সেখানেই এই সম্প্রীতির নজির দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় বার্তা সংস্থা এএনআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, গেরুয়া পোশাক পরিহিত হিন্দুরা নামাজ পড়তে থাকা ব্যক্তিদের ওপর ফুল ছিটাচ্ছেন।
সম্প্রতি ‘রাস্তায় নামাজ’ নিয়ে বিতর্ক তীব্র হয়েছিল ভারতজুড়ে। তার মধ্যেই জয়পুরের সম্প্রীতির দৃশ্য সামনে এলো।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জয়পুরের দিল্লি রোডের ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে রাজস্থানের প্রধান কাজী খালিদ উসমানি হাজারো মুসল্লির নামাজ পরিচালনা করেন।
এ সময় এক অনন্য দৃশ্যের সাক্ষী হয় সকলে। হিন্দু-মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে নামাজের সময় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা একটি উঁচু মঞ্চ থেকে নামাজিদের ওপর গোলাপের পাপড়ি ছেটাতে থাকেন।
গেরুয়া রঙের কুর্তা ও গামছা পরিহিত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের এভাবে মুসলিমদের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দেখা যায়। এই অসাধারণ দৃশ্য হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক হয়ে ওঠে।
যদিও ভারতে ধর্মীয় সম্প্রীতির দৃশ্য সব জায়গায় এক নয়। তবুও জয়পুরের সম্প্রীতির এ দৃশ্য একটি সুন্দর বার্তাই দিল।