
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ এএম
রাসায়নিক অস্ত্র পরিদর্শকদের ‘অবরুদ্ধ মুক্ত প্রবেশাধিকার’ প্রদান করেছে সিরিয়ার নতুন সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০১:৫৮ পিএম

সিরিয়ার নতুন কর্তৃপক্ষ দেশটির রাসায়নিক অস্ত্র উৎপাদন ও সংরক্ষণ সুবিধাগুলোর অবস্থান রাসায়নিক অস্ত্র পরিদর্শকদের দেখিয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত বহন করছে।
মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের মাঝামাঝিতে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডাব্লিউ)-এর একটি পরিদর্শক দল সিরিয়ায় পাঁচটি ভিন্ন স্থান পরিদর্শন করেছে। এই স্থানগুলো পূর্বে অজানা ছিল এবং সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ইচ্ছাকৃতভাবে এগুলো গোপন রেখেছিল। গত ৮ ডিসেম্বর আসাদের পতনের পরই কেবল এই সুবিধাগুলোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে।
১২ থেকে ২১ মার্চের মধ্যে পরিচালিত এই পরিদর্শনে ওপিসিডাব্লিউকে আসাদের রাসায়নিক অস্ত্র কর্মসূচি সম্পর্কিত তথ্য ও নথিপত্রে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। গত এক দশক ধরে ওপিসিডাব্লিউ সিরিয়ার সাবেক প্রশাসনকে তাদের পরিদর্শনে সহযোগিতা করার জন্য চেষ্টা করে আসছিল। নতুন সরকারের এই সহযোগিতা অভূতপূর্ব।
ওপিসিডাব্লিউ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সিরিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষ স্বল্প সময়ের নোটিশে সর্বোচ্চ সহায়তা ও সহযোগিতা প্রদান করেছে এবং স্থানগুলোতে অবাধ প্রবেশাধিকার দিয়েছে। পরিদর্শক দলকে পর্যাপ্ত নিরাপত্তাও দেওয়া হয়েছে।
এক কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই অগ্রগতি প্রমাণ করে যে, সিরিয়ার অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পূরণ করছে। গত মার্চে তারা আসাদের রাসায়নিক অস্ত্র ধ্বংস করার অঙ্গীকার করেছিল।
২০১৩ সালে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। ওপিসিডাব্লিউ ও জাতিসংঘের তদন্তে এর সত্যতা পাওয়া যায়। নতুন সরকারের সহযোগিতা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলতে পারে বলে আশা করা হচ্ছে।