
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পিএম
ইউক্রেন ইস্যুতে পুতিনের ওপর নারাজ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:০৩ এএম

আরও পড়ুন
ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বেশ নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুদ্ধবিরতি নিয়ে পুতিনের দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি বেশ বিরক্ত। রুশ নেতা এক মাসের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হলে মস্কোর তেল রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।
মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মোবাইল ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প মস্কোর তেলের ওপর ২৫ অথবা ৫০ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি ইরানে বোমা হামলারও হুমকি দিয়েছেন। এছাড়া সামরিক বাহিনী দিয়ে গ্রিনল্যান্ড দখল করে শাসনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘চুক্তির মাধ্যমে ইউক্রেনের রক্তপাত যদি রাশিয়া বন্ধ করতে না পারে তাহলে এটা তাদের ব্যর্থতা। যদি আমি মনে করি এটা রাশিয়ার ব্যর্থতা তাহলে সেখান থেকে আসা সকল ধরণের তেলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। যদি শুল্ক আরোপ করা হয় তাহলে আপনি যদি রাশিয়ার তেল আমদানি করেন তাহলে যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে পারবেন না। রাশিয়ার সব ধরণের তেলের ওপর ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হেতে পারে।’
গত শুক্রবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি নিয়ে মন্তব্য করেন পুতিন। রুশ সম্প্রচার মাধ্যমে দেওয়া ভাষণে তিনি চুক্তিতে পৌঁছার আগে ইউক্রেনের নির্বাচনের তাগিদ দেন। আর নির্বাচনের আগে জাতিসংঘের নেতৃত্বে একটি সরকার গঠনের পরামর্শ দেন। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট থেকে এ মন্তব্য এলো।
পূর্বে ইউক্রেনীয় প্রেসিডেন্ট স্বৈরাচার বললেও রোববারের সাক্ষাৎকারে এমন কিছু বলেননি ট্রাম্প। তিনি বলেন, ‘জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে পুতিনের বক্তব্যতে আমি খুবই রাগান্বিত ও বিরক্ত।’ ট্রাম্প আরও বলেন, ‘নতুন নেতৃত্বের মানে হলো দীর্ঘ সময়ের জন্য কোনো চুক্তি হবে না।’
একই কথা আবার বলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি চুক্তি না হয় তাহলে আমি ধরে নিব এটা রাশিয়ার ব্যর্থতা। এমনটা হলে আমি দ্বিতীয় পথে হাঁটবো, যা হলো নিষেধাজ্ঞা।’ তবে চুক্তি হলে ট্রাম্প পিছু হটার ইঙ্গিত দিয়েছেন। আর চলতি সপ্তাহে পুতিনের সঙ্গে ফের কথা বলার কথা জানিয়েছেন তিনি।
পুতিনের সঙ্গে সম্পর্ক খারাপের শেষ পর্যায়ে চলে গেলে কি করবেন, ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না সম্পর্ক খারাপ হবে। সে (পুতিন) তার মন্তব্যের পর্যায়ে ফিরে যাবে না। তবে তার মন্তব্যে আমি কিছু সময় হতাশ হয়েছিলাম। গত দুই একদিন তিনি জেলেনস্কি সম্পর্কে যা বলেছেন তাতে মনে হচ্ছিল চুক্তি হবে না। তবে এতে আমি খুশি ছিলাম না।’
ইরান ইস্যুতে ট্রাম্প বলেন, ‘পারমাণবিক চুক্তিতে তারা না গেলে তাদের ওপর বোমাবর্ষণ করা হবে। যেমনটা তারা এর আগে কখনো দেখেনি। তবে দুদেশের সংশ্লিষ্টরা চুক্তি নিয়ে আলোচনা করছে।’ পারমাণবিক চুক্তিতে না পৌঁছালে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।