
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পিএম
বেলুচদের ওপর হামলায় জাতিসংঘের উদ্বেগ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১২:২১ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা এবং মানবাধিকার কর্মীদের গুম, গ্রেফতার ও দমন-পীড়নের উপর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
সেই সঙ্গে পাকিস্তান সরকারকে অতিদ্রুত গ্রেফতার সব মানবাধিকারকর্মীদের মুক্তি ও শান্তিপূর্ণ আন্দোলনে কোন প্রকার দমন-পীড়ন না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বুধবার (২৫ মার্চ) জাতিসংঘের স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের একটি দল জাতিসংঘের নিজস্ব ওয়েবসাইটের বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে তারা বলেন, আমরা গত কয়েকমাস ধরে বেলুচিস্তানে আন্দোলনরত মানবাধিকার কর্মীদের গুম, বিনা কারণে গ্রেফতারের ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যা সম্প্রতি বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার পর আরো বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসী হামলায় আহত নিহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। তবে আন্দোলনকারীদের উপর দমন পীড়ন ও মানবাধিকার কর্মীদের গুম, গ্রেফতার কখনোই এই আঘাতের উপশম করবেনা।
এ ছাড়াও তারা পাকিস্তান সরকারের প্রতি মাহরাং বেলুচ ও সাম্মি দ্বীনসহ বেলুচ একজেহতি পার্টির ( বিওয়াইসি) গ্রেফতার সব আন্দোলনকারীদের অতি দ্রুত মুক্তি দিতে এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের উপর দমন-পীড়ন বন্ধের আহ্বান জানান।
প্রসঙ্গত, গত শুক্রবার পাকিস্তানের কোয়েটায় বালুচ বিক্ষোভকারীদের দমনে টিয়ার গাস, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ। এ সময় সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানা গেছে।
ওই বিক্ষোভ থেকে বিশিষ্ট অধিকারকর্মী মাহরাং বালুচকে অপহরণের অভিযোগ উঠে।পরে তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে এফআইআর দায়ের করেছে পুলিশ।