
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পিএম
ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, পদত্যাগে বাধ্য হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১১:৪৩ এএম

ক্যাটরিনা আর্মস্ট্রং। ছবি: সংগৃহীত
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাটরিনা আর্মস্ট্রং পদত্যাগ করেছেন। এখন তার স্থলাভিষিক্ত হবেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি ক্লেয়ার শিপম্যান।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
যদিও আর্মস্ট্রংয়ের পদত্যাগের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শুক্রবার (২৮ মার্চ) যখন এই ঘোষণা আসে তখন কলম্বিয়া ট্রাম্প প্রশাসনের দাবি মেনে নিয়েছে যে বিশ্ববিদ্যালয়টি ফিলিস্তিনপন্থি বিক্ষোভ আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, অন্যথায় ৪০০ মিলিয়ন ডলার তহবিল কাটার মুখোমুখি হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আর্মস্ট্রং কলম্বিয়ার আরভিং মেডিকেল সেন্টারের নেতৃত্ব পুনরায় গ্রহণ করবেন।
ফিলিস্তিনপন্থি বিক্ষোভের কারণে বিশ্ববিদ্যালয় বিচার বিভাগীয় বোর্ডের তদন্তের পর কলম্বিয়ার শিক্ষার্থীদের বহু বছরের জন্য স্থগিতাদেশ এবং সরাসরি বহিষ্কার করা হয়েছে। এছাড়া যারা স্নাতক হয়েছেন, তাদের ডিগ্রিও বাতিল করা হবে।
এর আগে বিক্ষোভের সঙ্গে সংশ্লিস্ট কলম্বিয়ার স্নাতক মাহমুদ খলিল মার্চের শুরুতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার অ্যাপার্টমেন্ট থেকে অভিবাসন কর্তৃপক্ষ গ্রেফতার করে। এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসনের বিরুদ্ধে লড়াই করছেন, যদিও তিনি একজন বৈধ বাসিন্দা এবং তার স্ত্রী একজন মার্কিনি।