
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:২৩ এএম
ভূমিকম্পে বহুতল ভবনের ছাদ থেকে উপচে পড়ল পানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম

আরও পড়ুন
মিয়ানমারসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় শুক্রবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে মিয়ানমারে ২০ জনের প্রাণহানি ছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন শহরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মান্দালয়ে, ভ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মান্দালয় শহরে একটি মসজিদ ধসে পড়ার ফলে অনেকে হতাহত হয়েছেন। যাদের মধ্যে অনেকে নামাজ আদায় করছিলেন।
শহরটিতে উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, মান্দালয়ের রাস্তায় ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে।
মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডেও বেশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পের কারণে সৃষ্ট কম্পনে একটি ভবনের ছাদের ওপর থাকা সুইমিংপুল থেকে পানি নিচে সড়কে পড়তে দেখা যায়। ওই ঘটনার একটি ভিডিও বিবিসিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ্যমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাজধানী ব্যাংককে প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ বসবাস করেন। তাদের অধিকাংশই সুউচ্চ ভবনে ফ্ল্যাট বাড়িতে বসবাস করেন।
থাইল্যান্ডের জাতীয় জরুরি চিকিৎসা ইনস্টিটিউট জানিয়েছে, ব্যাংককে ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অনেক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ব্যাংককের একাধিক অফিস টাওয়ার দুই মিনিটেরও বেশি সময় ধরে দুলতে থাকে। দরজা-জানালা বিকট শব্দে কাঁপতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসেন। অনেক হোটেল অতিথি স্নানের পোশাক ও গাউন পরে বাইরে ছুটে আসেন, যখন একটি অভিজাত হোটেলের সুইমিং পুল থেকে পানি উপচে পড়তে থাকে। সূত্র: রয়টার্স