
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পিএম
১৯ কোটি পাউন্ড মামলার দ্রুত শুনানির আবেদন ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৩:২৩ পিএম
-67e5190cb322e.jpg)
ছবি: সংগৃহীত
১৯ কোটি পাউন্ড মামলার সাজা স্থগিতে দ্রুত শুনানির আবেদন করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) এই আবেদন দাখিল করেছেন তিনি।
ইমরান খানের পক্ষে ব্যারিস্টার সালমান সফদারের মাধ্যমে আবেদনটি জমা দেওয়া হয়েছে।
আবেদন অনুসারে, সাজা স্থগিতের মামলার শুনানির জন্য প্রাথমিকভাবে ২৪ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে, প্রধান আসামিপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টে একটি হত্যা মামলায় ব্যস্ত থাকায় তা বিলম্বিত হয়। পরে, আদালত ঈদের পর পর্যন্ত শুনানি স্থগিত করেন।
এদিকে নতুন করে ঈদের আগে মূল আপিলের সঙ্গে সাজা স্থগিতের শুনানির সময় নির্ধারণ করতে আদালতের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া মামলায় ফেডারেল সরকার এবং জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) চেয়ারম্যানকেও বিবাদী করা হয়েছে।