
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পিএম
পাকিস্তানের কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:৩৬ পিএম
-67e4f1e2c9cbb.jpg)
আরও পড়ুন
করাচির মালির কারাগারে এক ভারতীয় বন্দি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের কারা কর্তৃপক্ষ। বুধবার তারা জানান, গৌরব নামের ওই বন্দি, যিনি রাম আনন্দের ছেলে, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি এক দেওয়ানি আদালতের নির্দেশে মালির কারাগারে পাঠানো হয়।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভারতীয় বন্দিদের জন্য নির্ধারিত ব্যারাকের শৌচাগারে গৌরব একটি দড়ি ব্যবহার করে আত্মহত্যা করেন।
ডিউটি চিকিৎসক তাকে পরীক্ষা করে আনুমানিক রাত ২টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন। এরপর দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মরদেহের তদন্ত সম্পন্ন করে আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেটি মর্গে রাখার নির্দেশ দেন।
মালির জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট আরশাদ শাহ জানান, আত্মহত্যার ঘটনাটি ২৪ ও ২৫ মার্চের মধ্যবর্তী রাতে ঘটে। কারাগারের মেডিকেল টিম তার মৃত্যু নিশ্চিত করার পর মরদেহকে আইনি প্রক্রিয়ার জন্য জিন্নাহ হাসপাতালে পাঠানো হয়, তারপর সোহারাব গথের এধি মর্গে রাখা হয়।
তিনি আরও জানান, ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।
এদিকে, ভারতীয় বন্দির পরিচয় ও আনুষ্ঠানিক নথিপত্র সংক্রান্ত বিষয়ে পাকিস্তানে ভারতীয় কনস্যুলেটের সঙ্গে আলোচনা চলছে।
ভারত-পাকিস্তানের বন্দি তালিকা বিনিময়
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ভারত ও পাকিস্তান পারস্পরিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরমাণু স্থাপনা ও বন্দিদের তালিকা বিনিময় করে।
২০০৮ সালের কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায়, প্রতিবছর ১ জানুয়ারি ও ১ জুলাই উভয় দেশ একে অপরের বন্দিদের তালিকা বিনিময় করে।
পাকিস্তান জানায়, তারা ২৬৬ জন ভারতীয় বন্দির তালিকা (৪৯ জন বেসামরিক বন্দি ও ২১৭ জন জেলে) ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের এক প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে।
অন্যদিকে, ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানের ৪৬২ বন্দির তালিকা (৩৮১ জন বেসামরিক বন্দি ও ৮১ জন জেলে) দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের এক কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে।