
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ০২:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১১:০০ এএম
-67e4db7784a14.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান বুধবার রাজধানী খার্তুম বিমানবন্দর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন ‘খার্তুম স্বাধীন’।
গত দুই বছর বিমানবন্দরটি র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নিয়ন্ত্রণে থাকলেও সেটা এখন পুনরুদ্ধার করেছে সুদানের সশস্ত্র বাহিনীর (এসএএফ)। বিমানবন্দরটি পুনরুদ্ধারের পর বুধবার সেখান যান সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান।
রয়টার্স জানিয়েছে, আরএসএফ বাহিনীর বেশিরভাগ সদস্য রাজধানী থেকে সরে গেছে। বেশ কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। যা সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে গত দুই বছরের যুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে একটি।
এর আগে, গত শুক্রবার সুদানের সেনাবাহিনী খার্তুমে দেশটির রাষ্ট্রপতি প্রাসাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। যা গত দুই বছর আধাসামরিক বাহিনী আরএসএফের দখলে ছিল।
আলজাজিরার এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সেনাপ্রধান বুরহান রাষ্ট্রপতির বাসভবনের ভিতরে অবস্থান করছেন। সেখান থেকে তিনি ঘোষণা করেন, ‘খার্তুম স্বাধীন’।
রাষ্ট্রপতির ভবনটি মুক্ত করার পর সুদানের তথ্যমন্ত্রী খালেদ আল-আইসার এক্সে জানিয়েছেন, ‘আজ পতাকা উত্তোলন করা হয়েছে, প্রাসাদ ফিরে এসেছে। তবে বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যাত্রা অব্যাহত থাকবে।’
এর আগে, গত ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর আরএসএফ প্রাসাদ কমপ্লেক্স এবং রাজধানীর বিশাল অংশ দখল করে। উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে দুই বাহিনীর মধ্যে যুদ্ধ তীব্র হয়। বেসামরিক এলাকায় কামান নিক্ষেপ, বিমান হামলা এবং ড্রোন হামলার ঘটনা ঘটে। জাতিসংঘের মানবাধিকার অফিস, ওএইচসিএইচআর জানিয়েছে, গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে কমপক্ষে ২৭৫ জন নিহত হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় তিনগুণ বেশি। সব মিলিয়ে ২০২৩ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।