
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ এএম
রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার পর ইউক্রেনের সঙ্গে বসবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:০৬ পিএম

প্রতীকী ছবি।
আরও পড়ুন
সৌদি আরবে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনার পর ইউক্রেনীয় এবং মার্কিন প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনার একদিন আগে কৃষ্ণ সাগরে সীমিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা বৃহত্তর শান্তি আলোচনার পথ খুলে দেবে বলে ওয়াশিংটন আশা করছে।
মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।
সোমবার সৌদি আরবে রুশ এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে দিনব্যাপী আলোচনাকে ওয়াশিংটন তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার একটি পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে।
হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, রিয়াদে আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং ‘অদূর ভবিষ্যতে’ একটি ‘ইতিবাচক ঘোষণা’ আশা করা হচ্ছে।
রাশিয়ার একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রিয়াদে আলোচনা সোমবার রাতে শেষ হয়েছে এবং একটি খসড়া যৌথ বিবৃতি অনুমোদনের জন্য মস্কো এবং ওয়াশিংটনে পাঠানো হয়েছে। মঙ্গলবার উভয় পক্ষ এটি প্রকাশ করতে পারে।
যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আগে বলেছিলেন, ‘কোনও নথি স্বাক্ষরিত হবে না। ’
সিবিএস নিউজ জানিয়েছে, রিয়াদে তাদের আলোচনার বিষয়ে মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, রাশিয়া-মার্কিন আলোচনার পর রিয়াদে তার কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন।
ইউক্রেনের জাতীয় সম্প্রচারক সাসপিলনে ইউক্রেনীয় প্রতিনিধিদলের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে।