
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:০০ এএম
‘পশ্চিমবঙ্গে শুধু একজনের নামেই ভোট হয়’

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০২:০৪ পিএম

হিন্দু-মুসলিম বা কোনো জাত নয়, পশ্চিমবঙ্গের নির্বাচনে একটাই ফ্যাক্টর, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।
তার দাবি, পশ্চিমবঙ্গের নির্বাচনে হিন্দু বা মুসলিম কোনো ফ্যাক্টরই নয়। রাজ্যে একজনের নামেই ভোট হয়, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেবাংশু বলেন, রাজ্যের ১৪৯টি বিধানসভা আসনে ৮০ শতাংশ বা তার বেশি হিন্দু ভোটার আছেন। আর সেই ১৪৯টি আসনের মধ্যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৮০টি আসনে লিড পেয়েছিল তৃণমূল। আর বিজেপি এগিয়ে ছিল ৬৯টি আসনে। সেখানে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৮৭টি আসনে জিতেছিল তৃণমূল। আর বিজেপির ঝুলিতে ৬২টি আসন গিয়েছিল।
আবার পশ্চিমবঙ্গের যে বিধানসভা কেন্দ্রগুলোতে হিন্দু ভোটার ৯০ শতাংশের বেশি, সেখানে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল ৪৭টি আসনে জিতেছিল বলে দাবি করেছেন দেবাংশু।
তৃণমূলের মুখপাত্র দাবি করেছেন, বিজেপির ঝুলিতে ৩২টি আসন গিয়েছিল। যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ও মোটামুটি একই স্তরে ছিল। সেসময় ৪৬টি আসনে লিড ছিল তৃণমূলের। আর বিজেপি এগিয়ে ছিল ৩৩টি আসনে।
দেবাংশু দাবি করেন, বাংলায় হিন্দু-মুসলিমরা মমতাকেই ভোট দেন। এখানে ধর্ম বা জাত কোনো ফ্যাক্টর নয়।
তিনি বলেন, ‘বাংলার নির্বাচনে হিন্দু, মুসলিম, জাত হয় না। বাংলার নির্বাচনে একটাই ফ্যাক্টর। আর সেই ফ্যাক্টরের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।’
হিন্দুস্তান টাইমস