
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১০:৩৫ এএম
মুক্তিপ্রাপ্তদের উদ্দেশে ভিডিও বার্তায় ইসরাইলি জিম্মি
‘তোমরা কেন কথা বলছ না, কথা বলতে দিন-গাজার আসল সত্য বেরিয়ে আসুক’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:২৬ এএম

গাজায় বন্দি ইসরাইলি জিম্মি এলকানা বোহবোট এবং ইউসুফ-হাইম ওহানা। ছবি: সংগৃহীত
গাজায় বন্দি ইসরাইলি জিম্মি এলকানা বোহবোট এবং ইউসুফ-হাইম ওহানার একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বোহবোট (৩৫) এবং ওহানা (২৪)- দুজনকেই ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহরণ করা হয়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে বোহবোট এবং ওহানা মেঝেতে বসে আছেন, তাদের চেহারা ফ্যাকাশে।
বোহবোট ভিডিওতে বলেন, ‘গতকাল পর্যন্ত, আমার একটি নাম, একটি পরিচয়পত্র এবং আশা ছিল। আজ, আমি কেবল একটি সংখ্যা। ’
ওহানা ভিডিওতে ব্যাখ্যা করেছেন, তারা (হামাস) আমাদের ভিডিওটি তৈরি করতে বলেছেন। তিনি আরও ব্যাখ্যা করেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তা কঠিন ছিল।
তিনি বলেন, ‘প্রায় কোনও খাবারই নেই। কোনও নিরাপদ জায়গা নেই। আরও খারাপ বিষয় যে আমরা জীবিতও বোধ করছি না, মৃতও বোধ করছি না। ’
এরপর ওহানা যুদ্ধবিরতি চুক্তির সমাপ্তি সম্পর্কে বলেন, ‘গত ১৮ মার্চ ইসরাইলি সরকার গাজায় বিমান হামলার সিদ্ধান্ত নেয়, এতে আমাদের মৃত্যুও হতে পারত। ’
ভিডিওতে বোহবোট ক্ষুব্ধভাবে বলেন, ‘এই সরকার আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছে, যথেষ্ট হয়েছে। যেসব জিম্মি আগে আমাদের সঙ্গে ছিল এখন মুক্তি পেয়েছে, তাদের কথা বলার ও মত প্রকাশের সুযোগ দিন। তাদের কণ্ঠস্বর স্তব্ধ করা বন্ধ করুন। তাদের কথা বলতে দিন। সত্য বেরিয়ে আসুক। ’
বোহবোট এরপর মুক্তিপ্রাপ্ত জিম্মি ওহাদ বেন আমির উদ্দেশে প্রশ্ন করেন, ‘তুমি কেন তাদের বলো না? তুমি আমাদের সাথে ছিলে। ’