
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম
গ্রিনল্যান্ড সফরে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, ডেনমার্কের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০২:০৪ পিএম
-67e111f9ba00b.jpg)
আরও পড়ুন
গ্রিনল্যান্ডের উপর দখলের আলোচনা জোরদার করার মধ্যে, যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই সপ্তাহে গ্রিনল্যান্ড সফর করবে। তারা মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন ও একটি ঐতিহ্যবাহী কুকুরস্লেজ প্রতিযোগিতা দেখবেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্সের নেতৃত্বে এই সফরে থাকবেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং জ্বালানি সচিব ক্রিস রাইট।
সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ওয়াল্টজ ও রাইট গ্রিনল্যান্ডের পিটুফফিক স্পেস বেস পরিদর্শন করবেন, যেখানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা তাদের ব্রিফিং দেবেন। পরে তারা উষা ভ্যান্সের সঙ্গে ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং জাতীয় কুকুরস্লেজ প্রতিযোগিতায় যোগ দেবেন।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজ বলেছেন, আমরা আত্মবিশ্বাসী যে এই সফর গ্রিনল্যান্ডের আত্মনিয়ন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, এটি কেবলমাত্র গ্রিনল্যান্ড সম্পর্কে শেখার, তাদের সংস্কৃতি, ইতিহাস ও জনগণের সাথে পরিচিত হওয়ার এবং যুক্তরাষ্ট্র গর্বের সাথে স্পন্সর করা একটি কুকুরস্লেজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য করা হচ্ছে, এর বাইরে কিছু নয়।
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা ট্রাম্পের আলোচনার কেন্দ্রে
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অধিভুক্ত করার বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে পরিণত করেছেন। গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হতে পারে। এটি ইউরোপ থেকে উত্তর আমেরিকায় যাওয়ার সংক্ষিপ্ততম রুটে অবস্থিত, যা মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ।
তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সরকারগুলো এই পরিকল্পনার বিরোধিতা করেছে।
গত ১১ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়া একটি দল ধীরগতিতে ডেনমার্ক থেকে স্বাধীনতার পথে অগ্রসর হওয়ার পক্ষে থাকলেও, বর্তমানে গ্রিনল্যান্ড একটি তত্ত্বাবধায়ক সরকার পরিচালিত হচ্ছে। তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সফরের প্রতিক্রিয়ায় বলেন, এটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।
তিনি আরও বলেন, ডেনমার্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহী, তবে তা সার্বভৌমত্বের মৌলিক নিয়মগুলোর ভিত্তিতে হতে হবে। গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে যেকোনো সংলাপ ডেনিশ সরকার এবং ভবিষ্যৎ গ্রিনল্যান্ডিক সরকারের সাথে সমন্বয় করেই হবে।