
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:২১ এএম
ঋষি সুনাক সম্পর্কে যা বললেন শাশুড়ি সুধা মূর্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৩:১২ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ভারতের রাজ্যসভার সংসদ সদস্য সুধা মূর্তি তার জামাতা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে নিয়ে বলেছেন, ‘তিনি হয়তো কয়েক বছর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাতে তাদের সম্পর্কে কোনও পরিবর্তন আসেনি। ’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির 'ইন্ডিয়া থ্রু দ্য আইজ অফ ইটস আইকনস' অনুষ্ঠানে এসব কথা বলেন সুধা মূর্তি।
সুধা মূর্তি বলেন, ‘তিনি (ঋষি সুনাক) প্রধানমন্ত্রী হোন বা না হোন, তিনি আমাদের জামাতা, আমরা তাকে একইভাবে ভালোবাসি।'
শেক্সপিয়রের আইকনিক নাটক ‘কিং লিয়ার’ থেকে তৃতীয় কন্যার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘কিং লিয়ারের তৃতীয় কন্যা যেমন বলেছিলেন, ‘‘আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা একজন মেয়ের একজন বাবাকে ভালোবাসা উচিত’’। একইভাবে, ঋষির অবস্থান যাই হোক না কেন, আমি তাকে একজন ছেলের মতো ভালোবাসি। ’
এই সংসদ সদস্য আরও বলেন, ‘কোনওভাবেই এটি আমাদের প্রভাবিত করেনি; তিনি যদি একই দেশে থাকতেন তবে একই রকম হত।
যখন আমাদের জামাতা ঋষি প্রধানমন্ত্রী হন, তখন ইংল্যান্ডে লোকেরা আমার কাছে অনেক সুবিধা চাইতে শুরু করে। কিন্তু আমি তখন তাদের বলি তিনি অন্য দেশের প্রধানমন্ত্রী এবং তিনি কোনও সুবিধা চাইতে পারেন না।’
‘মানুষ জিজ্ঞাসা করতে শুরু করে, '১০ ডাউনিং স্ট্রিটে জীবন কেমন?' কারণ তারা জানতে চায়। আরও কিছু প্রশ্ন ছিল যেমন তিনি সেখানে থাকতেন কিনা এবং কেমন ছিল। ’
একই অনুষ্ঠানে সুধা মূর্তি তার স্বামী এবং ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তি সম্পর্কেও কথা বলেন। তিনি তাকে ‘সরল মানুষ’ হিসেবে আখ্যা দেন।
তিনি বলেন, ‘এটা ভালো যে তিনি সরল মানুষ। তাই আমরা একই কাজ করতে পারি...তা টাকা দিয়ে হোক বা টাকা ছাড়া। ’