Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার লেবানন থেকে ইসরাইলে রকেট হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০২:১০ পিএম

এবার লেবানন থেকে ইসরাইলে রকেট হামলা

ছবি: সংগৃহীত

ইসরাইলে রকেট হামলা চালিয়েছে লেবানন।  গত ডিসেম্বরের পর এই প্রথম বৈরুত থেকে ইসরাইলের মেটুলায় অন্তত পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। 

প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে মেটুলার উত্তর সীমান্তবর্তী এলাকায় পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, রকেটগুলো বিমান প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে। তাৎক্ষণিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

রকেট হামলার সময় মেটুলায় সাইরেন বেজে ওঠে।

তবে রকেট হামলার জন্য হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে কোনও দায় স্বীকার করেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেটুলায় রকেট হামলার পর আইডিএফ দক্ষিণ লেবাননের বিরুদ্ধে কামানের গোলাবর্ষণ করে জবাব দিচ্ছে বলে জানা গেছে।

আইডিএফ জানিয়েছে যে, তারা সীমান্ত অতিক্রমকারী তিনটি প্রজেক্টাইলকে প্রতিহত করেছে। অন্য দুটি রকেট লেবাননে আঘাত হানার সম্ভাবনা কম।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তিনি আজ সকালে লেবানন থেকে রকেট হামলার জবাব দিতে আইডিএফকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা গ্যালিলি সম্প্রদায়ের ওপর লেবানন থেকে হামলা মেনে নেব না।  আমরা গ্যালিলি সম্প্রদায়ের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছি এবং ঠিক তাই ঘটবে। 

তিনি আরও বলেন, লেবানন সরকার তার ভূখণ্ড থেকে যে কোনও গুলিবর্ষণের জন্য দায়ী। আমি আইডিএফকে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়েছি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম