
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পিএম
সৌদির সঙ্গে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
সৌদি আরবের কাছে নির্ভুল-নির্দেশিত অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তথ্যটি নিশ্চিত করেছে পেন্টাগন। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে সর্বশেষ মার্কিন-সৌদি অস্ত্র চুক্তি।
শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।
এর আগে জুলাই মাসে পররাষ্ট্র দপ্তর প্রায় ২.৮ বিলিয়ন ডলার মূল্যের একটি পৃথক চুক্তির অনুমোদন করেছে। যার অধীনে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে লজিস্টিক সিস্টেম, যৌথ পরিকল্পনা কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রে তৈরি বিমান সম্পর্কিত সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়েছে।
সেই সময়ে পররাষ্ট্র দপ্তর প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার কাছে একটি স্মারকলিপিতে উল্লেখ করেছিল যে এই চুক্তি সৌদি আরবকে তার বর্তমান এবং ভবিষ্যতের সামরিক সক্ষমতা উভয়কেই শক্তিশালী করতে সহায়তা করবে। এতে সৌদি আরবের বিমান বাহিনীর জন্য
প্রদত্ত সহায়তা এবং প্রশিক্ষণের ওপরও আলোকপাত করা হয়েছে, বিশেষ করে সি-১৩০ পরিবহন বিমান, ই-৩ নজরদারি বিমান এবং বেল হেলিকপ্টারসহ বিদ্যমান প্ল্যাটফর্মগুলোর জন্য।
এদিকে সৌদি আরবের জেনারেল অথরিটি ফর মিলিটারি ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, ১৯৬০ সাল থেকে দেশের সামরিক ব্যয় বার্ষিক ৪.৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে, যা ২০২৪ সালে ৭৫.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর ফলে সৌদি আরব বিশ্বব্যাপী পঞ্চম বৃহত্তম সামরিক ব্যয়কারী এবং আরব বিশ্বের শীর্ষ ব্যয়কারী দেশ হয়ে উঠেছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২০২৫ সালের জন্য সৌদি আরবের প্রতিরক্ষা বাজেট ৭৮ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে, যা মোট সরকারি ব্যয়ের ২১ শতাংশ এবং দেশের জিডিপির ৭.১ শতাংশ। দেশটির প্রতিরক্ষা ব্যয় বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের ৩.১ শতাংশ, যা ২.৪৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।