
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৩:১০ এএম
হঠাৎ বন্ধ হিথ্রো বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:৪২ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বিদ্যুৎ বিভ্রাটের কারণে মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর। যার ফলে বিশৃঙ্খল হয়ে পড়েছে ফ্লাইট শিডিউল।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইউরোপের ব্যস্ততম এই বিমানবন্দর শুক্রবার (২১ মার্চ) জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহের একটি সাবস্টেশনে আগুন লাগার কারণে ‘গুরুতর’ বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে।
হিথ্রো বিমানবন্দর সামাজিক যোগযোগমাধ্যম এক্স পোস্টে জানিয়েছে, ‘আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তার জন্য, হিথ্রো ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। ’
পোস্টে আরও বলা হয়েছে, ‘যাত্রীদের বিমানবন্দরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করা উচিত। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ’
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানবন্দর বন্ধের কারণে কমপক্ষে ১,৩৫১টি ফ্লাইট প্রভাবিত হবে।
ফ্লাইটরাডার২৪ অনুসারে, ঘোষণার সময় ১২০টি বিমানকে বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করার জন্য অথবা তাদের মূল স্থানে ফিরে যাওয়ার জন্য সেট করা হয়েছিল।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, তারা বিমানবন্দরের আশেপাশের এলাকায় আগুন নেভানোর জন্য ১০টি ইঞ্জিন এবং প্রায় ৭০ জন অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছে।
ফায়ার সার্ভিস লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার এবং ধোঁয়া এড়াতে জানালা-দরজা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।
হিথ্রো বিশ্বের শীর্ষ ১০টি ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে রয়েছে। ২০২৪ সালে, বিমানবন্দরটি প্রায় ৮৪ মিলিয়ন যাত্রী পরিবহন করেছিল, যা সর্বোচ্চ।