ছত্তিশগড়ে সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্য ও ৩০ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১০:০৬ এএম

ছবি: সংগৃহীত
ভারতের ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ মাওবাদী বিদ্রোহী এবং এক সেনা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজ্যটির পৃথক দুটি স্থানে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ বলেছে, বৃহস্পতিবার ছত্তিশগড়ের পৃথক দুটি স্থানে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে আধা-সামরিক বাহিনীর এক সেনা নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩০ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।
ছত্তিশগড়ের বাস্তার পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পত্তিলিঙ্গাম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিজাপুর জেলায় সংঘাতে এক সেনা নিহত হয়েছেন। সেখানে ২৬ মাওবাদী গেরিলাকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া রাজ্যের দক্ষিণের একটি জঙ্গলে পৃথক সংঘর্ষে আরও চার মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।
সংঘর্ষস্থলে পৃথক তল্লাশি অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘(নরেন্দ্র) মোদি সরকার নকশালীদের বিরুদ্ধে নিষ্ঠুর দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে এবং যারা আত্মসমর্পণ করছে না তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। ’
গত বছর দেশটির আইনশৃঙ্খলাবাহিনী অন্তত এক হাজার সন্দেহভাজন নকশালপন্থিকে গ্রেফতার করেছে। একই সময়ে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আরও ৮৩৭ মাওবাদী বিদ্রোহী।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সেপ্টেম্বরে মাওবাদী বিদ্রোহীদের ‘আত্মসমর্পণ’ অথবা ‘সর্বাত্মক হামলা’র মুখোমুখি হওয়ার জন্য সতর্ক করে দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার ২০২৬ সালের প্রথম দিকেই মাওবাদী বিদ্রোহ দমনের আশা করছে।