ইসরাইলকে যুক্তরাষ্ট্রের বার্তা
‘ইয়েমেনের হুথিদের আমাদের ওপর ছেড়ে দাও’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৫:৪১ এএম

যুক্তরাষ্ট্র ইসরাইলকে অনুরোধ করেছে যেন তারা ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা না চালায়, বরং বিষয়টি যুক্তরাষ্ট্রের ওপর ছেড়ে দেয়। এ বিষয়ে একটি সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) এ নিয়ে প্রতিবেদন করেছে জেরুজালেম পোস্ট।
সূত্রটি জানায়, ওয়াশিংটন থেকে ইসরাইলকে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে— ‘এটি আমাদের ওপর ছেড়ে দিন’।
সম্প্রতি ইয়েমেন থেকে ইসরাইলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় তেল আবিবের কর্মকর্তারা পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করছেন। তবে ধারণা করা হচ্ছে, ইসরাইল আপাতত যুক্তরাষ্ট্রের অনুরোধ মেনে চলবে।
গত বৃহস্পতিবার ইয়েমেন থেকে ইসরাইলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা দুই মাসের মধ্যে প্রথমবারের মতো তেল আবিব ও জেরুজালেম অঞ্চলকে লক্ষ্যবস্তু বানানো হলো। তবে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করেছে এবং সেগুলো ইসরাইলের ভূখণ্ডে আঘাত হানতে পারেনি।
যুক্তরাষ্ট্রের হামলা ও হুথিদের প্রতিক্রিয়া
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইয়েমেনের হোদেইদা বন্দরে হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
সূত্রমতে, ওয়াশিংটন ইসরাইলকে অনুরোধ করেছে যেন তারা ইয়েমেনে অতীতের মতো ইসরাইলি বিমান বাহিনীর মাধ্যমে (আইএএফ) হামলা না চালায়। যদিও এর আগে আইএএফের হামলা সফল হয়েছিল, তবে যুক্তরাষ্ট্র মনে করে যে, তাদের বিমানবাহী রণতরী থেকে টানা ও কার্যকর হামলা চালানোর সক্ষমতা বেশি রয়েছে।
এক মার্কিন কর্মকর্তা জেরুজালেম পোস্টকে জানান, এই হামলা ইরানের প্রতি একটি বার্তা।
আরেক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ বাহিনীর হামলা "কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ" পর্যন্ত চলতে পারে এবং এতে হুথিদের রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট লক্ষ্যবস্তু হবে।
ওয়াশিংটন তাদের হামলার বিষয়ে ইসরাইলকে আগেই অবহিত করেছিল।
হুথিদের বক্তব্য
যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পরও হুথিরা জানিয়েছে, তারা রেড সাগরে ইসরাইলি জাহাজের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করবে না।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হুথি নেতা জামাল আমের বলেছেন, "গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে" তারা রেড সাগরে ইসরাইলি জাহাজের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখবে এবং মার্কিন সামরিক চাপ বা তাদের মিত্র ইরানের অনুরোধেও তারা তাদের অবস্থান পরিবর্তন করবে না।
তেহরানের দুই শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান হুথি দূতকে মৌখিক বার্তার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। এছাড়া ওমানের মাধ্যমে একই বার্তা পাঠানোর জন্য তেহরান দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেয়।