Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলার জবাব দিল হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৮:১৭ পিএম

গাজায় ইসরাইলি হামলার জবাব দিল হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত মঙ্গলবার থেকে ব্যাপক বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরাইল। যাতে এ পর্যন্ত ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলার পাল্টা জবাব হিসেবে গাজা থেকে এবার ইসরাইলের তেলআবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের গণমাধ্যম।

বুধবার রাত চালানো এই হামলার পরপরই অধিকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ অংশে সাইরেন বেজে ওঠে বলে নিশ্চিত করেছে ইসরাইলের চ্যানেল ১২।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ‘বেশ কয়েক মাস পর প্রথমবারের মতো হামাস ইসরাইল অধিকৃত ‘কেন্দ্রীয়’ ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে। যার ফলে তেলআবিবে সতর্কতা সংকেত বাজানো হয়েছে’।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ‘হামলার ফলে তেলআবিব ছাড়াও কয়েকটি উপশহরে সতর্কতা সংকেত সক্রিয় হয়ে উঠেছে’।

ইসরাইলি সামরিক বাহিনী এই হামলার বিস্তারিত তদন্ত করছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছে।

এছাড়াও ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেলআবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছে। সূত্র: মেহের নিউজ

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম