Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউরোপ ‘যুদ্ধ পক্ষ’ হয়ে উঠছে, অভিযোগ রাশিয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৭:৫৯ পিএম

ইউরোপ ‘যুদ্ধ পক্ষ’ হয়ে উঠছে, অভিযোগ রাশিয়ার

ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে ‘অত্যধিক সামরিকায়ন’ করার অভিযোগ তুলে রাশিয়া বলেছে, মহাদেশটি ধীরে ধীরে একটি ‘যুদ্ধ পক্ষ’ (War Party) হিসেবে গড়ে উঠছে।

বৃহস্পতিবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ অভিযোগ করেন। 

তার মতে, ‘ইউরোপ এতটাই সামরিকীকরণে এগিয়ে গেছে যে, তারা যুদ্ধ পক্ষ হয়ে উঠেছে’।

ক্রেমলিনের মুখপাত্র অভিযোগ করেন যে, ব্রাসেলস এবং অন্যান্য ইউরোপীয় রাজধানী থেকে আসা সংকেতগুলোর বেশিরভাগই সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত।

পেসকভ আরও বলেন, ‘এটি রাশিয়া এবং মার্কিন প্রেসিডেন্টের শান্তিপূর্ণ সমাধানের উপায় খোঁজার মনোভাবের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক’।

তিনি জানান, মস্কো এখনো ব্রাসেলস থেকে আলোচনার প্রস্তুতি নিয়ে কোনো ইতিবাচক সংকেত পায়নি।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে বৃহস্পতিবার দুই দিনব্যাপী এক প্রতিযোগিতামূলক বাজার এবং প্রতিরক্ষা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসেছেন।

রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তুতি

এদিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের টেকনিক্যাল গ্রুপের মধ্যে আসন্ন আলোচনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পেসকভ বলেন, ‘অতি শীঘ্রই এই বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে ইউক্রেন যুদ্ধ ও কৃষ্ণ সাগর শস্য চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা করা হবে’।

তিনি বলেন, ‘গত রোববারের আলোচনায় দুই রাষ্ট্রপ্রধান কৃষ্ণ সাগর শস্য চুক্তি পুনরায় চালুর বিষয়েও কথা বলেছেন। সেখানে বেশ কিছু জটিলতা রয়েছে, যা আলোচনা করা দরকার’।

এই আলোচনার জন্য রাশিয়া শিগগিরই তাদের প্রতিনিধি দল মনোনীত করবে বলেও উল্লেখ করেন পেসকভ। সূত্র: আনাদোলু

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম