
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৪১ এএম
গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে স্পেনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৭:১৯ পিএম

গত তিনদিন ধরে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল। যাতে এ পর্যন্ত ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলের এই বর্বর হামলার বিরুদ্ধে স্পেনের মাদ্রিদ শহরে বুধবার ব্যাপক বিক্ষোভ হয়েছে।
নিরীহ ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে নাগরিক সমাজ সংগঠনগুলোর আহ্বানে মাদ্রিদের কাইয়াও স্কয়ারে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়। ইতালির বিরোধী দল পোদেমোস (Podemos) এই বিক্ষোভের প্রতি সমর্থন জানায়।
বিক্ষোভকারীরা এ সময় ‘ইসরাইল হত্যাকারী’, ‘হামাস দীর্ঘজীবী হোক’ এবং ‘গণহত্যা বন্ধ করো’ স্লোগান দেন। পাশাপাশি তারা স্পেন সরকারকে ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ করার আহ্বান জানান।
যদিও স্পেন সরকার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলে অস্ত্র রপ্তানি স্থগিত করা হয়েছে। তবে সোলিডারিটি নেটওয়ার্ক অ্যাগেইনস্ট দ্য অকুপেশন অব প্যালেস্টাইন (RESCOP) সংগঠন দাবি করেছে, স্পেন এখনো ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
বিদেশি বাণিজ্য সংক্রান্ত তথ্যের ভিত্তিতে RESCOP জানিয়েছে, স্পেন ২০২৫ সালে জানুয়ারিতে ইসরাইলে ২২,৭৩০ ইউরো (২৪,৭৯৫ মার্কিন ডলার) মূল্যের কামান ও রকেট লঞ্চারের যন্ত্রাংশ রপ্তানি করেছে এবং ২.১৫ মিলিয়ন ইউরো মূল্যের বোমা ও গ্রেনেড আমদানি করেছে।
বিক্ষোভকারীরা ঘোষণা করেছে, সান সেবাস্তিয়ানসহ স্পেনের অন্যান্য শহরেও সাপ্তাহিক ছুটির দিনে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলবে।
ইসরাইলি বাহিনী গাজায় গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামাসের সঙ্গে সংঘর্ষ আবার শুরু করেছে এবং ১৮ মার্চ থেকে গাজার ওপর তীব্র বিমান হামলা চালাচ্ছে।
এই হামলায় এখন পর্যন্ত ৭১০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে এক হাজারেরও বেশি। সূত্র: আনাদোলু
ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ
আরও পড়ুন