Logo
Logo
×

আন্তর্জাতিক

সহস্রাধিক বিজ্ঞানী-গবেষককে বরখাস্ত করবেন ট্রাম্প

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:৪৫ এএম

সহস্রাধিক বিজ্ঞানী-গবেষককে বরখাস্ত করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ১ হাজার ৫০০ জনেরও বেশি বিজ্ঞানী-গবেষককে চাকরিচ্যুত করার পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিজ্ঞান, মহাকাশ ও প্রযুক্তি বিষয়ক পার্লামেন্টারি কমিটি জানিয়েছে এ তথ্য।

মঙ্গলবারের কংগ্রেসের অধিবেশনে একটি প্রতিবেদন জমা দিয়েছেন হাউস কমিটির সদস্যরা। 

সেখানে তারা বলেছেন, এই ১ হাজার ৫ শতাধিক বিজ্ঞানী-গবেষকের সবাই পরিবেশ সুরক্ষা সংক্রান্ত মার্কিন সরকারি সংস্থা এনভায়ার্নমেন্টাল প্রোটেকশন এজেন্সিতে (ইপিএ) কর্মরত। পরিবেশ দূষণ, সুপেয় পানি, জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানই তাদের পেশা।

প্রতিবেদনে হাউস কমিটির সদস্যরা বলেছেন, সম্ভাব্য এই চাকরিচ্যুতদের মধ্যে মুষ্টিমেয় কয়েক জনকে অন্যান্য সরকারি সংস্থায় বদলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাকিরা চাকরিচ্যুত অবস্থাতেই থাকবেন।

ইপিএতে বর্তমানে চাকরিরত রয়েছেন ১ হাজার ৭ শতাধিক বিজ্ঞানী গবেষক। গত ফেব্রুয়ারিতে ইপিএ’র প্রশাসক ও প্রধান নির্বাহী লি জেলডিনকে ট্রাম্প জানিয়েছিলেন, এই সংস্থার ৬৫ শতাংশ লোকবল ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে তার।

যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয়নি ট্রাম্প প্রশাসন। তবে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর সরকারি ব্যয় কাটছাঁটের অজুহাত দেখিয়ে ইতোমধ্যে হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেছে তার নেতৃত্বাধীন প্রশাসন।

এদিকে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম