Logo
Logo
×

আন্তর্জাতিক

‘ইসরাইল এখনো ভুলের মধ্যে আছে’, কেন বলল হামাস?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:৫৭ এএম

‘ইসরাইল এখনো ভুলের মধ্যে আছে’, কেন বলল হামাস?

হামাসের মুখপাত্র ওসামা হামদান। ছবি: সংগৃহীত

ইসরাইলি যদি মনে করে যে তারা সামরিক অভিযান বাড়িয়ে যুদ্ধবিরতি চুক্তির  পরিবর্তন করতে পারে তাহলে তারা ভুলের মধ্যে আছে। এমনটাই মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ওসামা হামদান। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

ওসামা হামদান বলেন, ‘তারা  অবাক হয়েছে যে আমরা (যুদ্ধবিরতি) মেনে নিয়েছি এবং আমাদের প্রতিটি পদক্ষেপ, আমরা যে চুক্তিতে রাজি হয়েছিলাম তার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল।  অথচ ইসরাইল যা করেছে তা মার্কিনিদের সঙ্গে পরামর্শের পর করেছে। ’

তিনি বলেন, ‘তাই যদি তারা মনে করে যে এই ধরনের অভিযান চুক্তি পরিবর্তন করবে, তাহলে তারা ভুলের মধ্যে আছে। ’

হামাসের এ মুখপাত্র বলেন, নেতানিয়াহু ‘মেগালোম্যানিয়া’তে ভুগছেন এবং যুদ্ধ পুনরায় শুরু করে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা থেকে বাঁচতে চাইছেন। 

হামদান বলেন,  ২০২৪ সালে আমরা যে চুক্তিতে সম্মত হয়েছিলাম তা ইসরাইল লঙ্ঘন এবং প্রত্যাখ্যান করেছে। এরপর ২০২৫ সালে আবার এই চুক্তি করতে হয়েছে।  এখন, তারা এই চুক্তি প্রত্যাখ্যান বা ধ্বংস করার চেষ্টা করছে।  তবে এটি করলেও আমেরিকা ও ইসরাইল তাদের প্রত্যাশিত ফলাফল পাবে না। 

তিনি আরও বলেন, এজন্য আমেরিকাকে বুঝতে হবে যে যা ঘটছে তা এই অঞ্চলে আরও অস্থিতিশীলতা তৈরি করবে। 

প্রসঙ্গত, যুদ্ধবিরতি ভেঙে গাজায় মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সবশেষ ৪০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এছাড়া ভয়াবহ এ হামলায় আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম