Logo
Logo
×

আন্তর্জাতিক

হুথিদের হামলার খেসারত ইরানকে দিতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৩:০২ পিএম

হুথিদের হামলার খেসারত ইরানকে দিতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর যেকোনও হামলার জন্য তেহরানকে দায়ী করা হবে।

সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। 

মার্কিন সেনাবাহিনী এবং হুথিদের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে ট্রাম্প ইরানকে ইয়েমেনের এই গোষ্ঠীটির কর্মকাণ্ড পরিচালনার জন্য অভিযুক্ত করেছেন। তার দাবি, তেহরান তাদের অস্ত্র, অর্থায়ন এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।

মার্কিন প্রেসিডেন্ট তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘কাউকে বোকা বানাবেন না! ইয়েমেনের দু্ষ্টু ডাকাত হুথিদের শত শত হামলা, যাদের ইয়েমেনি জনগণও ঘৃণা করে, সবই ইরান থেকেই উদ্ভূত এবং তাদের তৈরি। ’

তিনি লেখেন, ‘হুথিদের আর কোনও হামলার জবাব শক্তভাবে মোকাবিলা করা হবে। আর এই শক্তি যে সেখানেই থামবে তার কোনও গ্যারান্টি নেই। ’

তিনি আরও লেখেন, ‘হুথিদের চালানো প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র এবং নেতৃত্ব থেকে ছোড়া গুলি হিসাবে দেখা হবে এবং ইরানকে দায়ী করা হবে।  এর পরিণতি ইরানকে ভোগ করতে হবে, এবং সেই পরিণতিগুলি ভয়াবহ হবে!’

ডেনাল্ড ট্রাম্পের মন্তব্য যেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মন্তব্যের প্রতিধ্বনি। তিনি গত রোববার বলেছিলেন, হুথিদের অর্থায়ন ও প্রশিক্ষণ এবং মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে আক্রমণে সহায়তা করার জন্য ইরান দায়ী।

এদিকে হুথিদের ওপর হামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করছে। 

ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করছি।  আমরা হুথিদের ওপর বোমা হামলা চালাচ্ছি।  আর ঘটনাক্রমে হুথিরা ইয়েমেনেই অবস্থান করে। ’

সাক্ষাতকারে রুবিও বলেন, ‘মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ করার জন্য করা হয়েছে। ’

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।  এতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথির স্বাস্থ্য বিভাগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম