তাইওয়ানের আকাশে ৫৯ চীনা বিমান শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:৪২ পিএম

ফাইল ছবি।
নিজেদের স্বায়ত্তশাসিত দ্বীপের আশপাশে ৫৯টি চীনা বিমান শনাক্ত করেছে তাইওয়ান। মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি গত অক্টোবর এবং দ্বীপটির প্রেসিডেন্ট লাই চিং-তে চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ বলে অভিহিত করার কয়েকদিন পর সর্বোচ্চ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তাইওয়ানের মন্ত্রণালয় জানিয়েছে, ৫৯টি বিমানের পাশাপাশি, নয়টি চীনা যুদ্ধজাহাজ এবং দুটি বেলুনও শনাক্ত করা হয়েছে। আর এগুলো শনাক্ত করা হয়েছে স্থানীয় সময় সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে।
মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে, বিমানের মধ্যে ৫৪টি সোমবার ‘যৌথ যুদ্ধ’ টহলে অংশ নিয়েছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপগুলো তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য একটি কঠোর সতর্কবার্তা।
চীন জোর দিয়ে বলেছে, গণতান্ত্রিক তাইওয়ান তার ভূখণ্ডের অংশ এবং দ্বীপটিকে তার নিয়ন্ত্রণে আনার জন্য শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে।
বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান এবং নৌযান মোতায়েন বাড়িয়েছে, যা তাইপেই প্রত্যাখ্যান করে।
গত বৃহস্পতিবার, লাই চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ হিসেবে আখ্যা দেন। এছাড়া তিনি দ্বীপটিতে চীনা অনুপ্রবেশের তীব্রতা রোধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন।