Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক লতিফেহকে গ্রেফতার করল ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:২৬ এএম

প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক লতিফেহকে গ্রেফতার করল ইসরাইল

লতিফেহ আবদেল্লাতিফ। ছবি: সংগৃহীত

অধিকৃত জেরুজালেমের পুরাতন শহরের দামেস্ক গেট থেকে প্রখ্যাত সাংবাদিক লতিফেহ আবদেল্লাতিফকে গ্রেফতার করেছে ইসরাইলি সেনাবাহিনী।  

গত রোববার (১৬ মার্চ) তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। খবর মিডল ইস্ট আইয়ের।

জেরুজালেম গভর্নরেটের এক্স অ্যাকাউন্ট অনুসারে, সোমবার ইসরাইলি আদালত আবদেল্লাতিফের আটকের মেয়াদ আরও বাড়িয়েছে। তার বিরুদ্ধে অনলাইনে ‘উস্কানি’ এবং ‘উস্কানিমূলক বিষয়বস্তু প্রকাশ’-এর অভিযোগ আনা হয়েছে। 

আবদেল্লাতিফ একজন ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি মিডল ইস্ট আইসহ অন্যান্য বেশ কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেন।

আবদেল্লাতিফ এর আগেও ইসরাইলি বাহিনীর দমন-পীড়নের শিকার হয়েছেন। ২০২১ সালের মে মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি ছোট ছেলেকে আটকের ভিডিও করার কারণে ইসরাইলি সেনারা তাকে মারধর করেন, মরিচের গুড়া ছিটিয়ে দেন এবং তার মাথার স্কার্ফ জোর করে খুলে ফেলেন।

সে সময় পুরাতন শহরের দামেস্ক গেটে দেশব্যাপী ফিলিস্তিনি সাধারণ ধর্মঘটের সংবাদ সংগ্রহের সময় আবদেল্লাতিফ ইসরাইলি বাহিনীকে একটি শিশুকে আটক করতে দেখেন বলে জানান।  শিশুটির বাবা ও কাছাকাছি থাকা অন্যান্য ফিলিস্তিনিরা এতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। আবদেল্লাতিফ তখন ঘটনাটি ভিডিও করার চেষ্টা করেন, কিন্তু ইসরাইলি সেনারা তাকে ধাক্কা দেন, যদিও তিনি তাদের স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি একজন রিপোর্টার।

আবদেল্লাতিফ পুনরাবৃত্তি করেন, ‘আমি একজন সাংবাদিক, আমি একজন সাংবাদিক। ’

তবে সেনারা তাকে উপেক্ষা করে পিছনে ঠেলে দিতে থাকে।  তারপর তার হিজাব খুলে ফেলে এবং হাঁটুতে লাঠি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে উপস্থিত ফিলিস্তিনিরা আবদেল্লাতিফকে রক্ষা করতে এগিয়ে আসে, ইসরাইলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ফলস্বরূপ তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। 

সেই সময়ে, রাজনৈতিক বিভাজনের মধ্যে ফিলিস্তিনিরা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বোমাবর্ষণের প্রতিবাদে দেশব্যাপী সাধারণ ধর্মঘট শুরু করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম