Logo
Logo
×

আন্তর্জাতিক

সমাধি ভেঙে ফেলার হুঁশিয়ারি হিন্দুত্ববাদীদের

আওরঙ্গজেবের সমাধিতে কঠোর নিরাপত্তার নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:১১ এএম

আওরঙ্গজেবের সমাধিতে কঠোর নিরাপত্তার নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার

মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে উত্তপ্ত মহারাষ্ট্র। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল সরাসরি সমাধি ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, এটি সংরক্ষিত ঐতিহাসিক স্থান হওয়ায় সরকার বাধ্যতামূলকভাবে এটি রক্ষা করবে।  

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ছত্রপতি শম্ভাজীনগর জেলার খুলদাবাদে সমাধিস্থলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের জন্য প্রবেশের নতুন নিয়ম চালু করা হয়েছে, যেখানে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।  

কঠোর নিরাপত্তার ব্যবস্থা

ছত্রপতি শম্ভাজীনগর জেলার খুলদাবাদ শহর থেকে সমাধিস্থল পর্যন্ত একাধিক নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।  জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাধিস্থলের নিরাপত্তায় ৫০ জন রাজ্য রিজার্ভ পুলিশ বাহিনীর (এসআরপিএফ) সদস্য, ৩০ জন স্থানীয় পুলিশ এবং ২০ জন হোমগার্ড মোতায়েন করা হয়েছে।  

পর্যটকদের নাম একটি রেজিস্টারে নথিভুক্ত করতে হচ্ছে এবং প্রবেশের সময় পরিচয়পত্র জমা দিতে হচ্ছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।  

সমাধিস্থলের তত্ত্বাবধায়কের বক্তব্য 

সমাধিস্থলের তত্ত্বাবধায়ক পারভেজ কবীর আহমেদ বলেছেন, ‘এখানে পরিস্থিতি শান্ত রয়েছে, গুজবে বিশ্বাস করা উচিত নয়।  রমজান মাসে এমনিতেই দর্শনার্থীর সংখ্যা কম থাকে, তবে সমাধি ভাঙার দাবির পর আরও কমেছে।  সাধারণত প্রতিদিন প্রায় ১০০ জন দর্শনার্থী আসেন, কিন্তু সাম্প্রতিক বিতর্কের কারণে সংখ্যা হ্রাস পেয়েছে।’  


ভিএইচপি ও বজরং দলের দাবির হুঁশিয়ারি

ভিএইচপির পক্ষ থেকে মহারাষ্ট্রের বিভিন্ন সরকারি দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে দাবি করা হয়েছে, আওরঙ্গজেব গুরু গোবিন্দ সিংয়ের দুই পুত্রকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, মারাঠা সম্রাট শম্ভাজী মহারাজকে নির্মমভাবে হত্যা করেছিলেন এবং কাশী, মথুরা, সোমনাথসহ বহু হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন।  

ভিএইচপি জানিয়েছে, ‘আওরঙ্গজেবের সমাধি আমাদের দাসত্বের প্রতীক, এটি পুরোপুরি ভেঙে ফেলতে হবে।’ তারা হুঁশিয়ারি দিয়েছে, সরকার যদি পদক্ষেপ না নেয়, তবে তারা নিজেরাই ছত্রপতি শম্ভাজীনগর গিয়ে সমাধি ভেঙে ফেলবে।  

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া  

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস থানে জেলার ছত্রপতি শিবাজী মহারাজকে উৎসর্গ করা একটি মন্দির উদ্বোধনের সময় বলেন, সরকার আওরঙ্গজেবের সমাধি রক্ষা করতে বাধ্য, কারণ এটি সংরক্ষিত ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষিত। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এটি কোনওভাবেই ‘মহিমামণ্ডিত’ করা হবে না।  

তিনি বলেন, ‘দুঃখজনক যে সরকারের দায়িত্ব নিতে হচ্ছে আওরঙ্গজেবের সমাধির নিরাপত্তার জন্য, কিন্তু এটি ইতিহাসের অংশ হওয়ায় সংরক্ষণ করা হচ্ছে।  তবে যদি কেউ আওরঙ্গজেবের গৌরব প্রচারের চেষ্টা করে, তা সফল হবে না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম