Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলা ইসরাইলিদের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৭:৫৭ পিএম

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলা ইসরাইলিদের

দখলদার ইসরাইলি বসতি স্থাপনকারীরা তাদের সেনাবাহিনীর সহযোগিতায় অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলা চালাচ্ছে, তাদের বাড়িঘর ও দোকানপাট আক্রমণ করছে এবং সাধারণ মানুষকে আহত করছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা WAFA জানিয়েছে, ইসরাইলি বসতি স্থাপনকারীরা সোমবার তাদের সেনাবাহিনীর সহায়তায় ওয়াদি হিলওয়া ও পূর্ব আল-কুদসের সিলওয়ান এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।

সোশ্যাল অ্যাক্টিভিস্ট আরেফ জাবের জানান, আল-খালিলের পুরাতন শহর এবং আশপাশের জাবের, আস-সালাইমেহ এবং ওয়াদি নাসারাসহ বেশ কয়েকটি এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা।

এ সময় ৬৪ বছর বয়সি আব্দুল আজিজ আল-শান্তির দোকানে হামলা চালিয়ে তাকে মাথায় গুরুতর আঘাত করা হয়। এছাড়া ওয়াদি আল-হুসেইন (আল-খালিলের পূর্বাঞ্চল) এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়ির ওপর পাথর ও কাঁচের বোতল নিক্ষেপ করেছে।

নবি সালেহ গ্রামে সেনা অভিযানে গাড়িতে গুলি

অন্যদিকে রামাল্লার উত্তর-পশ্চিমে নবি সালেহ গ্রামে ইসরাইলি বাহিনী হামলা চালায় এবং সেখানে অবস্থান করা একটি গাড়িতে গুলিবর্ষণ করেছে।তবে এতে হতাহতের খবর নিশ্চিত করা যায়নি।

তুলকারেমে ৪৮ দিন ধরে অভিযান

ইসরাইলি বাহিনী তাদের চলমান অভিযানের ৪৮তম দিনেও তুলকারেম শহর ও এর শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। এছাড়া নূর শামস শরণার্থী শিবিরের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ও ধ্বংস করে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে।

ইসরাইলি সেনারা তুলকারেমের প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে এবং সাধারণ ফিলিস্তিনিদের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।

তারা সামরিক যান ও বুলডোজার ব্যবহার করে দখলকৃত ভবনগুলোকে সেনা ঘাঁটিতে রূপান্তর করছে।

ইসরাইলি বাহিনী এমনকি নূর শামস শরণার্থী শিবিরে যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে রোগীকে স্থানান্তর করতে বাধা দিয়েছে।

২৪,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত

এছাড়া নূর শামস শরণার্থী শিবির থেকে ইতোমধ্যেই ১২,০০০ জনকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। আর তুলকারেম শরণার্থী শিবির থেকেও আরও ১২,০০০ জনকে উচ্ছেদ করা হয়েছে।

এই সহিংসতা ও জবরদখল পশ্চিম তীরে ইসরাইলি দখলদারিত্ব নীতিরই অংশ, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়নের বহিঃপ্রকাশ। সূত্র: আল-মায়াদিন

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম