যুক্তরাষ্ট্র-ইয়েমেনের পালটাপালটি হামলা, বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৫:৫২ পিএম

ইয়েমেনে মার্কিন বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। দুই দেশের এই পালটাপালটি হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় বিশ্বে অপরিশোধিত তেলের দাম ৪ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সোমবার এক প্রতিবেদনে এমনই খবর দিয়েছে ইরানী বার্তা সংস্থা মেহের।
প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনে মার্কিন সামরিক হামলার পর এশীয় বাজারের প্রথম দিকের লেনদেনে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ফিউচার NYNEX-এ ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৬৮.১৯ ডলারে পৌঁছেছে।
অপরদিকে ব্রেন্ট ক্রুড ফিউচার ICE-এ ১.৪২ শতাংশ বেড়ে ৭১.৫৮ ডলারে পৌঁছায়। পরে অবশ্য কিছুটা কমে আসে।
এছাড়া প্রাকৃতিক গ্যাসের ফিউচার মূল্যও প্রায় ১ শতাংশ বেড়ে ৪.১৪ ডলার প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (MMBtu) পৌঁছায় বলে জানিয়েছে ইউরোনিউজ।
এদিকে চীন তাদের স্থানীয় বাজারে ভোগব্যয় বৃদ্ধির জন্য একটি বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছে। এর পাশাপাশি দেশটির সাম্প্রতিক অর্থনৈতিক প্রতিবেদনগুলো ইতিবাচক সংকেত দিয়েছে, যা বিশ্ববাজারে চাহিদা বৃদ্ধির আশা বাড়িয়েছে।
চীনের বাজারে খুচরা তেল বিক্রি বছরের প্রথম দুই মাসে ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত ডিসেম্বরে ৩.৭ শতাংশ বৃদ্ধির তুলনায় দ্রুততর।