স্বর্ণ পাচার ইস্যুতে অভিনেত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০২:৫৫ পিএম
-67d7e37faf082.jpg)
ভারতের কর্ণাটকে স্বর্ণ পাচার ইস্যুতে কন্নড় অভিনেত্রী রন্যা রাওকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন বিজেপি বিধায়ক বাসানগৌড়া পাতিল যত্নাল। অভিনেত্রীকে লক্ষ্য করে করা তার কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সোমবার (১৭ মার্চ) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছানোর পর রন্যা রাওকে ১৪ কেজি স্বর্ণসহ আটক করা হয়। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে , বিমানবন্দরের কিছু কর্মী এই পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন।
একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাসানগৌড়া পাতিল যত্নাল সাংবাদিকদের বলেন, ‘দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। একজন কেন্দ্রীয় সরকারি কর্মকর্তার আত্মীয় হওয়া মানে এই নয় যে, তাকে রক্ষা করা হবে।’
তিনি অভিনেত্রীর সৎ পিতা, আইপিএস কর্মকর্তা রামচন্দ্র রাওয়ের প্রতি ইঙ্গিত করেই এ কথা বলেন।
উল্লেখ্য, রামচন্দ্র রাও এই ঘটনার সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছিলেন। তবে কদিন পরই তাকে ‘বাধ্যতামূলক ছুটিতে’ পাঠানো হয়।
বিতর্কিত মন্তব্যের ভিডিওতে যত্নালকে বলতে শোনা যায়, ‘কাস্টমস কর্মকর্তাদের গাফিলতি ছিল এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। রন্যা রাও তার শরীরের বিভিন্ন অংশে স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন এবং এভাবেই পাচার করেছেন।’
তিনি আরও দাবি করেন, রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী এই স্বর্ণ পাচার চক্রের সঙ্গে জড়িত। বিধানসভার পরবর্তী অধিবেশনে তিনি তাঁদের নাম প্রকাশ করবেন বলেও হুঁশিয়ারি দেন।
তবে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এই অভিযোগকে ‘‘রাজনৈতিক গুজব’’ বলে উড়িয়ে দিয়েছেন এবং দাবি করেছেন, কোনো মন্ত্রী এই ঘটনার সঙ্গে যুক্ত নন।
যত্নালের এমন বিতর্কিত মন্তব্য এবারই প্রথম নয়। এর আগেও তিনি রাজ্য বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র এবং তার বাবা, কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদিউরাপ্পার বিরুদ্ধে বিদ্রোহী অবস্থান নিয়েছিলেন।
২০২৩ সালে তিনি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ‘বিষকন্যা’ বলে কটাক্ষ করায় নির্বাচন কমিশনের নোটিশ পান।
২০২০ সালে সংখ্যালঘু দরিদ্র নারীদের জন্য প্রস্তাবিত বিয়ের প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করে তিনি বলেছিলেন, ‘যারা এই প্রকল্প চায়, তারা পাকিস্তানে যেতে পারে।’
এমনকি এক শতায়ু স্বাধীনতা সংগ্রামীর বিরুদ্ধে তিনি ‘পাকিস্তানের এজেন্ট’ বলে বিতর্কিত মন্তব্য করেন, যিনি পরের বছর ১০৩ বছর বয়সে মারা যান।