Logo
Logo
×

আন্তর্জাতিক

ইয়েমেনে প্রায় ৫ লাখ মাইন ও বিস্ফোরক অপসারণ করেছে সৌদি আরব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৫৫ পিএম

ইয়েমেনে প্রায় ৫ লাখ মাইন ও বিস্ফোরক অপসারণ করেছে সৌদি আরব

মাসাম প্রজেক্টের মাধ্যমে ২০১৮ সালে শুরুর পর থেকে এখন পর্যন্ত ইয়েমেন থেকে ৪.৮৪ লাখের বেশি মাইন ও বিস্ফোরক অপসারণ করেছে সৌদি আরব।  

রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ওসামা আল-গোসাইবি জানান, অপসারিত বিস্ফোরকের মধ্যে রয়েছে—  

- ৩,২৩,৭৯৩টি অবিস্ফোরিত গোলা,  

- ১,৪৬,২০৭টি ট্যাংক বিধ্বংসী মাইন,  

- ৮,২০০টি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), এবং  

- ৬,৭৪৯টি অ্যান্টি-পারসোনেল মাইন।  

হুথিদের পাতা বিস্ফোরকের ঝুঁকি

সৌদি সহায়তা সংস্থা কেএসরিলিফ পরিচালিত এই প্রকল্প ইয়েমেনের বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের পেতে রাখা মারাত্মক বিস্ফোরক অপসারণে কাজ করছে।  

গত সপ্তাহে বিশেষ অভিযানে ৫১৫টি অবিস্ফোরিত গোলা, ২৫টি ট্যাংক বিধ্বংসী মাইন, ৫টি অ্যান্টি-পারসোনেল মাইন ও ৩টি আইইডি ধ্বংস করা হয়েছে।  

ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুথিদের পেতে রাখা বিস্ফোরক শিশু, নারী ও বৃদ্ধসহ সাধারণ নাগরিকদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।  

মানবিক সহায়তা পৌঁছাতে সহায়তা  

প্রজেক্ট মাসাম সৌদি বাদশাহ সালমানের নির্দেশে পরিচালিত বিভিন্ন উদ্যোগের একটি, যার লক্ষ্য ইয়েমেনের ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তা ও মানবিক সহায়তার রুট পরিষ্কার করা।  

যেখানে অপসারণ অভিযান চালানো হয়েছে:

এই প্রকল্পের মাইন অপসারণ অভিযান ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয়েছে, যার মধ্যে রয়েছে—  

- মারিব, আদেন, জউফ, শাবওয়া, তাইজ, হোদেইদা, লাহিজ, সানা, আল-বায়দা, আল-ধালেহ ও সাদা।  

স্থানীয়দের প্রশিক্ষণ ও সহায়তা  

প্রকল্পের আওতায় স্থানীয় মাইন অপসারণ প্রকৌশলীদের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতির সরবরাহ করা হয়। পাশাপাশি, বিস্ফোরণে আহত ইয়েমেনিদের পুনর্বাসন ও সহায়তা প্রদান করা হয়।  

বাস্তুচ্যুত ৫০ লাখের বেশি মানুষ  

ইয়েমেনে সংঘাত শুরুর পর থেকে প্রায় ৫০ লাখ মানুষ গৃহহীন হয়েছে, যাদের অনেকেই ভূমি মাইন ও বিস্ফোরকের কারণে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।  

মাসাম প্রকল্পের দল গ্রাম, সড়ক ও স্কুল পরিষ্কার করার কাজ করছে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে এবং মানবিক সহায়তা পৌঁছানো সহজ হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম