Logo
Logo
×

যুক্তরাষ্ট্র

ছুটিতে যাচ্ছেন ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:১৫ পিএম

ছুটিতে যাচ্ছেন ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শনিবার এ নির্দেশের কথা জানানো হয়। 

এ ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আরও দুটি সংবাদমাধ্যম রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ও রেডিও ফ্রি এশিয়ার বরাদ্দও বাতিল করা হয়েছে বলে জানানো হয়। তহবিলও বাতিল করা হয়েছে। ট্রাম্প সরকারি তহবিলে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান এবং আরও ছয়টি ফেডারেল সংস্থাকে কর্মী হ্রাস করার নির্দেশ দেওয়ার একদিন পর এই পদক্ষেপ নেওয়া হলো। 

ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিস বলেছেন, তার প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৩০০ সাংবাদিক, প্রযোজক এবং সহযোগীদের প্রায় সবাইকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। যার ফলে প্রায় ৫০টি ভাষায় পরিচালিত এই মিডিয়া সম্প্রচারক প্রতিষ্ঠান পঙ্গু হয়ে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এমন একটি সংস্থাকে ধ্বংস করে দিতে চলেছে যা কর্তৃত্ববাদী দেশগুলোতে নির্ভরযোগ্য সংবাদের একটি ভালো উৎস হিসেবে কাজ করে। রোববারের (ভিওএ) সিউল ব্যুরো প্রধান উইলিয়াম গ্যালো জানান, তাকে কোম্পানির সব সিস্টেম এবং অ্যাকাউন্ট থেকে লকআউট করা হয়েছে। 

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম