Logo
Logo
×

আন্তর্জাতিক

ঈদের পর আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নেবে বিরোধী দল: ফজলুর রহমান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:১৫ পিএম

ঈদের পর আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নেবে বিরোধী দল: ফজলুর রহমান

পাকিস্তানের বিরোধী দলগুলোর মধ্যে অন্যতম জমিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, বিরোধী দলগুলো ঈদের পর সরকারের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।  তিনি ইসলামাবাদে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী ইফতারের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, তাহলে আমরা কেন জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব না?

রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ।

তিনি বলেন, পিটিআই-এর সঙ্গে সম্পর্কের মনঃক্ষুণ্ণতা কিছুটা কমেছে, তবে যদি তাদের কেউ আমার বিরুদ্ধে বক্তব্য দেয়, তাহলে পিটিআইকে তা নজরে আনতে হবে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) বিরোধী জোট শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, যদিও কিছু টানাপোড়েন রয়েছে।

জেইউআই-এর পক্ষ থেকে পিটিআই-এর খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গাণ্ডাপুরের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এমন সূত্র জানিয়েছে।

যদিও উভয় পক্ষ সাম্প্রতিক মাসগুলোতে যোগাযোগ রক্ষা করেছে, তবে একটি আনুষ্ঠানিক কাজের সম্পর্ক এখনও প্রতিষ্ঠিত হয়নি।

ফজলুর রহমান আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নওয়াজ শরীফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।  যদি নওয়াজ শরিফ মনে করেন যে তার দল একটি প্রদেশের সরকারেই সন্তুষ্ট, তাহলে বাকী দেশের কী হবে?

সিন্ধুতে ডাকাতির ঘটনাসম্পর্কে প্রশ্নের উত্তরে, জেইউআই প্রধান বলেন, ওই অঞ্চলে ডাকাতরা হুমকি হিসেবে উঠে এসেছে।

তিনি দাবি করেন, এসব ঘটনার পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে, যা দেশের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম