হামাস ‘সম্পূর্ণরূপে অবাস্তব’ দাবি করছে: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৩২ পিএম

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে ‘সম্পূর্ণরূপে অবাস্তব’ দাবি করার অভিযোগ এনেছে হোয়াইট হাউস। পাশাপাশি সশস্ত্র সংগঠনটিকে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিনিময়ে মার্কিন জিম্মির মুক্তিতে বাধা দেওয়ার জন্যও অভিযুক্ত করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সময় তাদের পক্ষে ভেবে হামাস খুব খারাপভাবে বাজি ধরছে। কিন্তু তা নয়। ’
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাস সময়সীমা সম্পর্কে ভালোভাবেই অবগত। তাদের জানা উচিত যে যদি সেই সময়সীমা পার হয়ে যায় তবে আমরা সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাব।
এতে আরও বলা হয়েছে, ট্রাম্প ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জিম্মি মুক্তি না দিলে হামাসকে ‘চরম মূল্য দিতে হবে’।
হামাস ও ইসরাইল গাজায় যুদ্ধবিরতির আলোচনা ফের শুরু করার পর সশস্ত্র সংগঠনটি শুক্রবার বলেছিল, তারা ইসরাইলি-আমেরিকান জিম্মি এবং আরও চারজনের দেহাবশেষ মুক্ত করতে প্রস্তুত।
ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে হামাস জীবিত জিম্মিকে মুক্তি দিলে যুদ্ধবিরতির প্রথম ধাপ এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাড়ানোর জন্য বুধবার উইটকফ একটি ‘ব্রিজ’ প্রস্তাব উপস্থাপন করেছেন। বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, হামাসকে স্পষ্ট ভাষায় বলা হয়েছিল যে, এই ‘ব্রিজ’ শীঘ্রই বাস্তবায়িত করতে হবে এবং মার্কিন-ইসরাইলি দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডারকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ’
‘দুর্ভাগ্যবশত, হামাস প্রকাশ্যে নমনীয়তার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে ব্যক্তিগতভাবে সম্পূর্ণ অবাস্ত দাবি করেছে, যা স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া অসম্ভব। ’
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যখন জিজ্ঞাসা করা হয় যে, ওয়াশিংটন আমেরিকান জিম্মির মুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে কিনা। জবাবে তিনি বলেন, ‘আমরা সকল জিম্মিদের জন্য চিন্তা করি। ’