রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে যে বার্তা দিলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৮:৫৩ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার একটি ভালো সুযোগ দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-র (সাবেক টুইটার) পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।
জেলেনস্কির মন্তব্যটি এমন সময়ে আসলো যখন ইউক্রেন ৩০ দিনের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে এবং মস্কো জানিয়েছে, কিছু শর্ত পূরণ হলেই কেবল তারা সম্মত হবে।
এক্স পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘এই মুহূর্তে, আমাদের কাছে দ্রুত এই যুদ্ধ শেষ করার এবং শান্তি নিশ্চিত করার একটি ভালো সুযোগ রয়েছে। আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে দৃঢ় নিরাপত্তার বোঝাপড়া রয়েছে। ’
যুদ্ধবিরতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন যে কোনো যুদ্ধ অবসানের প্রথম ধাপের কাছাকাছি।
এছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের মস্কোর ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতটা সম্ভব যুদ্ধবিরতিতে পৌঁছাতে বিলম্ব করবেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট সংবাদমাধ্যমকে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, তবে তারা তাদের (রাশিয়া) বিষয়টি নিয়ে খেলতে দেবে না। আর যদি এমন কোনো পদক্ষেপ থাকে যা রাশিয়া ভয় পায় না, তবে তারা প্রক্রিয়াটি বিলম্বিত করবে। ’
তিনি বলেন, উপগ্রহ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে মার্কিন সহায়তায় এক হাজার কিলোমিটারেরও বেশি (৬০০ মাইল) ফ্রন্টলাইনে যুদ্ধবিরতি নিয়ন্ত্রণ করা যেতে পারে।
জেলেনস্কি আরও বলেন, সৌদি আরবে বৈঠকে কর্মকর্তারা ভূখণ্ডের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, তবে এটি সমাধানের জন্য একটি কঠিন সংলাপের প্রয়োজন হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতির পর ভূখণ্ডের বিষয়টি সবচেয়ে কঠিন। ’