Logo
Logo
×

আন্তর্জাতিক

আদালতের আদেশের পরও ইমরান খানকে হাজির করা হলো না

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৫:৫৭ পিএম

আদালতের আদেশের পরও ইমরান খানকে হাজির করা হলো না

শুক্রবার দুপুর দুইটার মধ্যে ভিডিওকলে বা বেলা তিনটার মধ্যে সশরীরে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাজিরের আদেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে কারা কর্তৃপক্ষ তাকে হাজির করতে ব্যর্থ হয়েছে। 

জিও নিউজের প্রতিবেদন বলছে, আইনজীবী মাশাল ইউসুফজাই ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে চাইলে তাকে অনুমতি দেওয়া হয়নি। এরপর তিনি আদালতে পিটিশন করেন। তার প্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে আদালতে সরাসরি অথবা ভিডিওকলে হাজির করার আদেশ দেন। 

সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পর ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল (এজি) বলেছেন, নিরাপত্তা ঝুঁকির কারণে সশরীরে তাকে হাজির করা সম্ভব হয়নি। সেইসঙ্গে ভিডিওকলেও তাকে যুক্ত করা সহজ ছিল না। 

এবার আদিয়ালা জেল সুপার ও ইসলামাবাদের এজিকে এ ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে হলফনামা পেশ করার আদেশ দিয়েছেন আদালত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম