Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নিয়ে পুতিন ‘ছলনা’ করছেন: জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০২:৫৫ পিএম

যুদ্ধবিরতি নিয়ে পুতিন ‘ছলনা’ করছেন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়াকে ‘ছলনা’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদেনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি যুদ্ধের অবসান ঘটাতে রাজি আছেন। কিন্তু একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে এই সংকটের অন্তর্নিহিত কারণগুলোর অবসান ঘটিয়ে ‘স্থায়ী শান্তি’ নিশ্চিতের ওপরও জোর দেন তিনি।

পুতিনের এই প্রতিক্রিয়ার বিষয়ে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট প্রায়ই এমনটা করেন। তিনি সরাসরি না বলেন না। বরং এমন কিছু করেন, যা কেবল বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়াকে অসম্ভব করে তোলে।

বিবিসি মনিটরিংয়ের রাশিয়া-বিষয়ক সম্পাদক বলেছেন, এই ‘হ্যাঁ’–এর ভেতরে ‘না’ লুকিয়ে আছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে দেখা করতে মস্কোয় রয়েছেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের বক্তব্যকে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ‘অসম্পূর্ণ’ বলে বর্ণনা করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে রাশিয়া।  ইতোমধ্যে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ চান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম