Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব, চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম

প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব, চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের চ্যালেঞ্জ ছুঁড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভার অধিবেশনে বিজেপি বিধায়কদের অভিযোগের জবাবে চ্যালেঞ্জ করেন তিনি।  

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ তুলে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জ্যোতি বসুর আমলে রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুর করার অভিযোগ তোলেন বিজেপি বিধায়করা। তখনই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা।

বিধানসভায় অতীতের ভাঙচুরের প্রসঙ্গ টেনে এনে শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীর জবাব চান। তখনই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কর ঘোষের উদ্দেশে বলেন, ‘‌আমি বিধানসভার চেয়ার ভাঙিনি। প্রমাণ করতে পারলে, আমি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব।’‌ 

এই কথা শোনার পরই তুমুল হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। আর বিধানসভা থেকে ওয়াক আউট করেন। বিধানসভার বাইরে তখন কালো জামা পড়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়করা। সেটা নিজে চোখে আগেই দেখেছিলেন মুখ্যমন্ত্রী। 

তাই মুখ্যমন্ত্রীর টিপ্পনি, ‘‌যারা কালো জামা পড়েছেন ভালো, আমি কালো রং পছন্দ করি! কিন্তু কালো জামা কাপড় পড়ে লাভ নেই, আপনারা অন্ধকারে থাকুন।’‌

মুখ্যমন্ত্রীর এমন টিপ্পনি হজম করতে পারেননি বিজেপি বিধায়করা। তাই তারা ওয়াক আউট করেন। তবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বক্তব্য রাখতে গেলে শঙ্কর ঘোষসহ অন্যান্য বিজেপি বিধায়করা তুমুল হট্টগোল শুরু করেন বলে অভিযোগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম