Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বৃদ্ধি করেছে ইরানের বিমান বাহিনী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৪:৩০ পিএম

ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বৃদ্ধি করেছে ইরানের বিমান বাহিনী

ইরানি সশস্ত্রবাহিনীর বিমান বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ কাসেম খামুশি জানিয়েছেন, ইরানের বিমান বাহিনী তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরিসর বৃদ্ধি করেছে।

বুধবার দেশটির বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত উৎকর্ষতার দিক দিয়ে এগুলো ইরানের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। 

এতে বলা হয়, আগামী নতুন (পারস্য) বর্ষের প্রথম মাসে (২১ মার্চ, ২০২৫ থেকে শুরু) ইরানের বিমান বাহিনী ১,০০০টিরও বেশি উন্নত প্রযুক্তির অংশ উন্মোচন করবে।

এর অংশ হিসেবে ইরানের বিমান বাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরিসর আরও বাড়িয়েছে। আর নতুন এই অর্জনটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিমান বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ কাসেম খামুশি।

ইরানের এই সামরিক অগ্রগতি আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত স্বনির্ভরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম