Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের নজরে থাকা গ্রীনল্যান্ডে ডানপন্থি বিরোধী জোটের বিজয়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০২:৫৯ পিএম

ট্রাম্পের নজরে থাকা গ্রীনল্যান্ডে ডানপন্থি বিরোধী জোটের বিজয়

গ্রীনল্যান্ডের ডানপন্থি বিরোধী দল সাধারণ নির্বাচনে বিজয় অর্জন করেছে, প্রায় সম্পূর্ণ ফলাফলে এটি নিশ্চিত হওয়ার পর এ তথ্য জানানো হয়েছে। এই নির্বাচনটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রীনল্যান্ড অধিগ্রহণের প্রতিশ্রুতির প্রভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

মঙ্গলবারের ভোটের ৯০% গণনা সম্পন্ন হওয়ার পর নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, স্বায়ত্তশাসনের পথে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পক্ষে থাকা ডেমোক্রাটিট পার্টি প্রায় ৩০% ভোট পেয়েছে।

অপরদিকে, আরেক বিরোধী দল নালেরাক, যারা কোপেনহেগেন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায়, তারা ২৫% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

প্রধানমন্ত্রী মুটে বি এগেদের দল ইনুইত আতাকাটিগিত (আইএ), যারা স্বাধীনতার পক্ষে, তারা ২১% ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

গ্রীনল্যান্ড, যা বিশ্বের বৃহত্তম দ্বীপ এবং আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত, প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে। গ্রীনল্যান্ড তাদের অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা করলেও, পররাষ্ট্র ও প্রতিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত কোপেনহেগেন থেকেই নেওয়া হয়।

৫৭,০০০ জনসংখ্যার মধ্যে প্রায় ৪৪,০০০ ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। নির্বাচনে মোট ছয়টি দল অংশগ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী এগেদের জোটসঙ্গী বামপন্থী সিয়ুমুট পার্টি প্রায় ১৫% ভোট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। অন্য দুই দল আতাসসুত ও কুলেক যথাক্রমে ৭% ও ১% ভোট পেয়েছে।

গ্রীনল্যান্ডের কৌশলগত অবস্থান ও অপার খনিজ সম্পদ ডোনাল্ড ট্রাম্পের নজর কেড়েছে। ২০১৯ সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে তিনি গ্রীনল্যান্ড কেনার কথা বলেছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় এসে ট্রাম্প আবারও তার এই পরিকল্পনার কথা প্রকাশ করেছেন।

মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রীনল্যান্ড প্রয়োজন। যেভাবেই হোক, আমরা এটি অর্জন করবো।

কিন্তু গ্রীনল্যান্ড ও ডেনমার্কের নেতারা তার এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।

প্রধানমন্ত্রী এগেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রীনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এটি সম্মানের সঙ্গে বিবেচিত হওয়া উচিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম