Logo
Logo
×

আন্তর্জাতিক

এসডিএফের সঙ্গে সিরিয়ার চুক্তি, স্বাগত জানালেন এরদোগান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:২৩ এএম

এসডিএফের সঙ্গে সিরিয়ার চুক্তি, স্বাগত জানালেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগা। ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কুর্দি নেতৃত্বাধীন এবং মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এবং সিরিয়ার নতুন সরকারের ‘ঐতিহাসিক’ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এর (চুক্তির) পূর্ণ বাস্তবায়ন দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অবদান রাখবে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার জন্য একটি চুক্তি পৌঁছেছে সিরিয়া।  দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সোমবার (১০ মার্চ) এ ঘোষণা দেন। 

এই চুক্তিতে সিরিয়ার ঐক্যের ওপর জোর দেওয়া হয়েছে এবং শর্ত দেওয়া হয়েছে যে ‘উত্তর-পূর্ব সিরিয়ার সকল বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান- সীমান্ত ক্রসিং, বিমানবন্দর এবং তেল ও গ্যাস ক্ষেত্র’ সিরিয়া প্রশাসনের সঙ্গে একীভূত করা হবে।

এদিকে এসডিএফ-যার নেতৃত্ব ধর্মনিরপেক্ষ এবং কুর্দি জাতীয়তাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সঙ্গে জড়িত বারবার তুরস্ক-সমর্থিত সিরীয় যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং তুর্কিদের কাছ থেকেও আক্রমণের শিকার হয়েছে। 

পিকেকে ১৯৮৪ সাল থেকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুরস্কও এই গোষ্ঠীটিকে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

চুক্তিটিকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (১১ মার্চ) টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘গতকাল সিরিয়ায় সম্পাদিত চুক্তির পূর্ণ বাস্তবায়ন দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতায় অবদান রাখবে। এর সুবিধাভোগী হবে আমাদের সকল সিরীয় ভাই ও বোনেরা।

এরদোগান বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশী সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা, এর একক কাঠামো সংরক্ষণ এবং এর ঐক্য ও স্থিতিশীলতা শক্তিশালীকরণকে অত্যন্ত গুরুত্ব দিই। ’

এর আগে তুরস্কের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আঙ্কারা চুক্তিটি নিয়ে ‘সতর্কতার সঙ্গে আশাবাদী’ কিন্তু এর বাস্তবায়নের দিকে মনোনিবেশ করেছে।

তিনি আরও বলেন, এসডিএফ ‘আগেও প্রতিশ্রুতি দিয়েছে।  তাই আমরা এখানে অভিপ্রায় প্রকাশের চেয়ে বাস্তবায়নের দিকেই নজর দিচ্ছি। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম