Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ বন্ধের হুমকি কানাডার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৯:০২ পিএম

যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ বন্ধের হুমকি কানাডার

এবার যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ বন্ধের হুমকি দিয়েছে কানাডা। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের কথা উল্লেখ করে অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের পদক্ষেপ বাড়ায় তাহলে দেশটিতে সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবেন। সিএনএন। 

সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ফোর্ড। এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের মিনেসোটা, নিউইয়র্ক এবং মিশিগান অঙ্গরাজ্যের প্রায় ১৫ লাখ আমেরিকান গ্রাহক প্রভাবিত হবেন। ফোর্ড বলেছেন, ‘বিশ্বাস করুন, আমি এটা করতে চাই না। আমি মার্কিন জনগণের জন্য খারাপ বোধ করছি। কারণ এই বাণিজ্য যুদ্ধের জন্য তারা দায়ী নয়। এর জন্য একজনই দায়ী। তিনি হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’

কানাডার এই শুল্ক বৃদ্ধির ফলে আমেরিকান গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল প্রায় ১০০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। এই পদক্ষেপের ফলে উভয় পক্ষেরই ক্ষতি হতে পারে। কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সীমাবদ্ধ করা হলে উভয় দেশের গ্রিড স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে নর্থ আমেরিকান ইলেকট্রিক রিলায়েবিলিটি করপোরেশন (এনইআরসি)। এছাড়া শুল্কারোপের ফলে ভোক্তাদের জন্য উলে­খযোগ্য বিঘ্ন এবং মূল্যবৃদ্ধিও হতে পারে।

এদিকে কানাডার অন্টারিও সরকার আশা করছে, এই শুল্ক বৃদ্ধি প্রতিদিন তাদের ৩ থেকে ৪ লাখ কানাডিয়ান ডলার বাড়তি রাজস্ব আনবে। এই অর্থ রাজ্যটির অর্থনীতিকে সহায়তা করবে।

সম্প্রতি কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করেছিলেন ট্রাম্প। তবে ট্রাম্প সাময়িকভাবে তা স্থগিত করলেও কানাডা তাদের প্রতিশোধমূলক শুল্ক বজায় রাখবে বলে জানিয়েছে। অন্টারিওর শুল্ক বৃদ্ধি এই প্রতিক্রিয়ারই অংশ। এই বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশের অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিষয়টি দ্রুত সমাধানের প্রয়োজন বলেই জানিয়েছেন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম