‘এক্সে’ সাইবার হামলার দায় নিল ফিলিস্তিনপন্থি হ্যাকার গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০২:৩০ পিএম
-67cff48e0ef66.jpg)
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টু্ইটার) বিভ্রাট দেখা দিয়েছে। সোমবার এক্স-এর একাধিক বিপর্যয়ের পেছনে ইউক্রেন সংশ্লিষ্ট একটি বৃহৎ সাইবার হামলা দায়ী বলে দাবি করেছেন যোগাযোগ মাধ্যমটির মালিক ইলন মাস্ক।
তবে ফিলিস্তিনিপন্থি হ্যাকার গ্রুপের দাবির পর তার বক্তব্য প্রশ্নের মুখে পড়েছে।
একটি ফক্স নিউজ সাক্ষাৎকারে মাস্ক বলেন, এটি বড় ধরনের হামলা ছিল। এতে অনেক সম্পদ ব্যবহার করা হয়েছে, যা হয় একটি বিশাল সংগঠিত দল অথবা কোনো রাষ্ট্র চালিয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, আমরা পুরোপুরি নিশ্চিত নই, তবে ইউক্রেনীয় অঞ্চলের আইপি ঠিকানা থেকে এক্সকে অচল করার জন্য ব্যাপক সাইবার আক্রমণ চালানো হয়েছে।
তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এই হামলার প্রকৃত উৎস কোথায়।
ফিলিস্তিনিপন্থ হ্যাকার গ্রুপের দায় স্বীকার
ইলন মাস্কের দাবির বিপরীতে, ‘ডার্ক স্টর্ম টিম’ নামের একটি ফিলিস্তিনপন্থি হ্যাকার গ্রুপ এক্সের বিপর্যয়ের দায় স্বীকার করেছে। এই গ্রুপটি এর আগে গাজার বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরাইলকে সমর্থনকারী দেশ ও সংস্থাগুলোকে টার্গেট করেছিল। তারা জানিয়েছে, এক্সের বিরুদ্ধে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস আক্রমণ চালিয়েছে।
তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মাস্কের ইউক্রেন সংশ্লিষ্ট দাবিকে সন্দেহের চোখে দেখছেন। তারা বলছেন, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস হামলা চালাতে রাষ্ট্রীয় পর্যায়ের সংস্থার প্রয়োজন হয় না, এটি স্বাধীন হ্যাকার গ্রুপের পক্ষেও সম্ভব।
একটি ইন্টারনেট অবকাঠামো সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এক্স স্থানীয় সময় সকাল ৯:৪৫ ইউটিসি থেকে একাধিক ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস আক্রমণের শিকার হয়েছে, যা বিশ্বব্যাপী সেবায় বিপর্যয় ডেকে আনে।
অনলাইন পরিষেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, সোমবার সকাল ১০টা (ইটি) নাগাদ যুক্তরাষ্ট্রে ৩৯,০২১ ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হন। দিন শেষে এ সংখ্যা নেমে আসে প্রায় ১,৫০০-তে।
রাজনৈতিক প্রভাব ও মাস্কের অবস্থান
এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল, যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে ইলন মাস্কের বক্তব্য বেশ আলোচিত। তিনি দাবি করেছেন, তার স্টারলিংক সেবা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ, তবে দেশটির যুদ্ধ দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন হবে।
এ নিয়ে সমালোচনার জবাবে মাস্ক এক্স-এ লিখেছেন, আমি নিজে পুতিনকে একক লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করেছিলাম। আর আমার স্টারলিংক ব্যবস্থাই ইউক্রেনীয় সেনাবাহিনীর মেরুদণ্ড।
তিনি আরও বলেন, আমি যা দেখে বীতশ্রদ্ধ, তা হলো বছর ধরে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধ, যা অবশেষে ইউক্রেনের পরাজয়ে শেষ হবে।
এর আগে একাধিকবার এক্স সাইবার আক্রমণের শিকার হয়েছে। তবে সর্বশেষ এই বিপর্যয়ের জন্য মাস্ক ইউক্রেনকে দায়ী করায় তা আরও বিতর্ক সৃষ্টি করেছে।