Logo
Logo
×

আন্তর্জাতিক

মস্কোয় ইউক্রেনের ‘ব্যাপক’ ড্রোন হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:১৪ পিএম

মস্কোয় ইউক্রেনের ‘ব্যাপক’ ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

রাশিয়ার মস্কোতে কয়েক ডজন ড্রোন দিয়ে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (১১ মার্চ) শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন এক টেলিগ্রাম পোস্টে এ দাবি করেছেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

সের্গেই সোবিয়ানিন বলেছেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষাব্যস্থা মস্কোতে শত্রু  ড্রোনের একটি বিশাল আক্রমণ প্রতিহত করছে। ’

পৃথক আরেকটি পোস্টে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৫৮টি শত্রু  ইউএভি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে জরুরি পরিষেবা বিশেষজ্ঞরা কাজ করছে। ’

মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবে যুদ্ধ অবসানে মার্কিন ও ইউক্রেনীয় শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠকের আগে ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে রাশিয়ার রাজধানীতে হামলাটি হলো। 

ইউক্রেন রাশিয়ার সঙ্গে আংশিক যুদ্ধবিরতির পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রকে উপস্থাপন করতে প্রস্তুত। 

গত মাসে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পরে প্রথমবারের মতো সৌদি আরবে বৈঠক করতে যাচ্ছে দুদেশ। 

জনসমক্ষে এ বিবাদের পর ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দেওয়া এবং স্যাটেলাইট তথ্য ভাগাভাগি বন্ধের পাশাপাশি দেশটিকে সাহায্য কারও বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার আক্রমণের অবসানের জন্য কিয়েভকে আলোচনায় বাধ্য করার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম